
ফিলিস্তিনে ইহুদি রাষ্ট্র গঠনের পক্ষে যুক্তরাজ্যের ১৯১৭ সালের বেলফোর ঘোষণা মধ্যপ্রাচ্যের দীর্ঘস্থায়ী সংঘাতের বীজ বপন করেছিল বলে মনে করে গ্রিন পার্টি। এই প্রেক্ষাপটে, দলটি এখন দাবি তুলেছে যে যুক্তরাজ্যকে ফিলিস্তিনিদের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইতে হবে।
রোববার, ৫ অক্টোবর, ইংল্যান্ডের বর্নমাউথে অনুষ্ঠিত গ্রিন পার্টির বার্ষিক সম্মেলনে গৃহীত এক প্রস্তাবে এই আহ্বান জানানো হয়। সম্মেলনে গৃহীত প্রস্তাব এখন থেকে দলের আনুষ্ঠানিক নীতির অংশ হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে।
প্রস্তাবে বলা হয়, “১৯১৭ সালের বেলফোর ঘোষণার জন্য ফিলিস্তিনের জনগণের কাছে যুক্তরাজ্যের আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়া উচিত।” এতে আরও উল্লেখ করা হয়, ইসরায়েলি সেনাবাহিনীকে সন্ত্রাসবিরোধী আইনের আওতায় নিষিদ্ধ সংগঠনের তালিকায় অন্তর্ভুক্ত করা উচিত। এই সিদ্ধান্ত কার্যকর হলে ইসরায়েলি বাহিনীতে যোগ দেওয়া বা বাহিনীর প্রশংসা করাও সন্ত্রাসবিরোধী অপরাধ হিসেবে বিবেচিত হবে।
প্রস্তাবটি উত্থাপনের সময় গ্রিন পার্টির নেতা জ্যাক পোলানস্কি বলেন, “এটি কেবল রাজনৈতিক নয়, এটি একটি নৈতিক দায়বদ্ধতা।”
গাজার চলমান সংঘাতে ইসরায়েলি বাহিনীর হামলায় এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৬৭ হাজারের বেশি ফিলিস্তিনি, যার মধ্যে অন্তত ২০ হাজার শিশু রয়েছে বলে জানিয়েছে ইউনিসেফ। আহত হয়েছে আরও ৪২ হাজার শিশু, যাদের মধ্যে ২১ হাজারেরও বেশি শিশু স্থায়ীভাবে পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়েছে।
সূত্র: মিডল ইস্ট আই