
শাহবাগ এলাকায় শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকারীদের গ্রেফতার ও দ্রুত বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ চলাকালীন পিস্তলসহ এক যুবককে আটক করেছে পুলিশ। তবে পুলিশ এখনও নিশ্চিত নয়, আটককৃত ব্যক্তির হাতে সত্যিই অস্ত্র ছিল কি না।
শাহবাগ থানার কর্মকর্তা মাহফুজুর রহমান সোমবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, “কিছু আন্দোলনকারী একজনকে থানায় এনেছে। ওনার কাছে অস্ত্র সদৃশ কিছু একটা রয়েছে। বর্তমানে তিনি ওসির রুমে আছেন।”
প্রাথমিকভাবে জানা গেছে, আটক ব্যক্তির নাম আরাফাতুল ইসলাম, বয়স ৩৯ বছর। তিনি রাজধানীর ধানমন্ডি থানার জিগাতলায় থাকেন। তবে আইনশৃঙ্খলা বাহিনী এখনও নিশ্চিত করেনি, তার অবরোধ কর্মসূচির সঙ্গে কোনো যোগ রয়েছে কি না।
এর আগে শনিবার রাতে ইনকিলাব মঞ্চ আনুষ্ঠানিকভাবে সর্বাত্মক অবরোধের ডাক দেয়। ঘোষিত কর্মসূচি অনুযায়ী রোববার দুপুর ২টায় শাহবাগ মোড়ে জুলাই স্তম্ভের নিচে জনসমাগম হওয়ার কথা থাকলেও, বেলা ১১টার মধ্যেই বিক্ষোভকারীরা এলাকা ঘিরে অবস্থান নিতে শুরু করেন। তারা মোড়ের আশপাশের সড়কে দাঁড়িয়ে বিভিন্ন স্লোগান দেন। সোমবারও এই আন্দোলন অব্যাহত রয়েছে।
বিক্ষোভ চলাকালে ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবর’, ‘আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’, ‘উই ওয়ান্ট জাস্টিস’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘গোলামি না আজাদি, আজাদি আজাদি’, ‘যেই হাদি জনতার, সেই হাদি মরে না’, ‘হাদি না মোদি, হাদি হাদি’ এমন নানা স্লোগান উচ্চারণে শাহবাগ এলাকা মুখর হয়ে ওঠে।
নিরাপত্তাজনিত কারণে এলাকায় বিজিবি, পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি দেখা গেছে।