
নেপালের অভ্যন্তরে অস্থির পরিস্থিতির জেরে ভারতের সীমান্তবর্তী অঞ্চলগুলোতে জারি হয়েছে সতর্কতা। দেশটির রাজধানী কাঠমান্ডুসহ বিভিন্ন স্থানে অশান্ত পরিবেশ বিরাজ করছে। এই উত্তপ্ত পরিস্থিতির সুযোগ নিয়ে দেশটির কারাগার থেকে পালিয়েছে বহু বন্দি। অনেকেই সীমান্ত পেরিয়ে ভারতে ঢোকার চেষ্টা করছে, এমনটাই জানিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ।
বিহার ও উত্তরপ্রদেশ সীমান্ত দিয়ে ভারতে প্রবেশকালে এখন পর্যন্ত ৩০ জন সন্দেহভাজনকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (SSB)। এর পাশাপাশি পশ্চিমবঙ্গের দিকেও নজরদারি তীব্র করা হয়েছে, বিশেষ করে শিলিগুড়ির কাছের পানিট্যাঙ্কি সীমান্তে।
খড়িবাড়ি থানা এবং তার আশপাশের এলাকায় পুলিশকে অতিরিক্ত সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। মেচি নদীর দুই পাড়ে, ওপারে নেপাল, এপারে ভারত সীমান্ত পুরোপুরি খোলা থাকায় নিরাপত্তা ঝুঁকি বেড়েছে। এ কারণেই নদীঘেঁষা এলাকায় কড়া নজরদারি বসিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী।
দার্জিলিঙ জেলার পুলিশ সুপার সীমান্ত পরিস্থিতি ঘুরে দেখে জানান, "সকাল থেকে আটকে থাকা মানুষ ফিরছে। সবার কাগজপত্র পরীক্ষা করে অনুমতি দেওয়া হচ্ছে। সাহায্যের জন্য হেল্পলাইন খোলা হয়েছে।"
নেপাল থেকে ফিরে আসা যাত্রীদের চোখে-মুখে আতঙ্ক স্পষ্ট। কাটিহারের বাসিন্দা তাপস জোতদার বলছিলেন, "ওখানে খাবারের সমস্যা, গ্যাস নেই। পরিবার নিয়ে কষ্টে আছি।"
তবে সীমান্ত দিয়ে কিছু জরুরি পণ্যবাহী ট্রাক যাতায়াত শুরু করায় কিছুটা স্বস্তি ফিরেছে চালকদের মধ্যে। একইসঙ্গে, স্থানীয় প্রশাসন সাধারণ মানুষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে। পরিস্থিতি এখনও পূর্ণ নিয়ন্ত্রণে না এলেও, সব দিকেই নজর রাখছে নিরাপত্তা বাহিনী।