
আজ থেকে বাংলাদেশ পুলিশের সদস্যরা নতুন পোশাকে দায়িত্ব পালন শুরু করলেন। পূর্ব ঘোষিত পরিকল্পনা অনুযায়ী শনিবার, ১৫ নভেম্বর থেকে নতুন ইউনিফর্ম চালু হলেও, প্রথম ধাপে সীমিত পরিসরে এটি বিতরণ করা হয়েছে।
পুলিশ সদর দফতর জানায়, সব সদস্যের জন্য নতুন পোশাক এখনো প্রস্তুত হয়নি। তাই শুরুতে মেট্রোপলিটন ও বিশেষ ইউনিটের কিছু কর্মকর্তাকে নতুন ইউনিফর্ম দেওয়া হয়েছে। সময়ের সঙ্গে সঙ্গে ধাপে ধাপে দেশের সব পুলিশ সদস্য এই নতুন পোশাক পাবেন।
রেঞ্জ ও মেট্রোপলিটনে কর্মরত পুলিশ সদস্যরা গাঢ় নীল ও সবুজ রঙের পরিবর্তে লোহার রঙের নতুন পোশাক পরবেন। প্রাথমিকভাবে ঢাকা মেট্রোপলিটন পুলিশসহ দেশের সব মেট্রোপলিটনে নতুন ইউনিফর্ম কার্যকর হবে। এরপর ধীরে ধীরে অন্যান্য ইউনিটেও এটি বাস্তবায়িত হবে।
জুলাই মাসের অভ্যুত্থানের পর নানা বিতর্কের মুখে পড়ে পুলিশ বাহিনী। তখনই বাহিনীর সংস্কার এবং পোশাক পরিবর্তনের দাবি ওঠে। পরবর্তীতে সরকার নতুন ইউনিফর্মের অনুমোদন দেয়।