
জাতীয় পার্টি নির্বাচনী মাঠে নামতে পারছে না—এমন অভিযোগ ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি জানিয়েছেন, জাপার বাধা প্রশাসন নয়, বরং দলটির নিজস্ব কার্যালয়সংক্রান্ত অভ্যন্তরীণ সংকটই সমস্যার মূল।
সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আইনশৃঙ্খলা–সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ১৭তম সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।
নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হচ্ছে কি না—এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, “আমরা একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন উপহার দিতে চাই। জাতীয় পার্টিকে মাঠে নামতে দেওয়া হচ্ছে না—এই অভিযোগ সঠিক নয়। জাতীয় পার্টির কার্যালয় নিয়ে তাদের নিজেদের মধ্যেই ঝামেলা রয়েছে।”
তিনি আরও জানান, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ, বডি ওর্ন ক্যামেরা সংগ্রহ এবং প্রতিটি কেন্দ্রে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিতসহ সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
চলমান প্রশিক্ষণ সম্পর্কে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “যেকোনো প্রস্তুতি সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য প্রশিক্ষণ অনস্বীকার্য। প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। তাই আমরা সুষ্ঠু, নিরপেক্ষ, নিরাপদ, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে আইনশৃঙ্খলা বাহিনীর জন্য প্রশিক্ষণ চলমান রেখেছি, যা আগামী জানুয়ারিতে সম্পূর্ণ শেষ হবে।”
তিনি জানান, আসন্ন নির্বাচনে ভোটগ্রহণের সময় এক ঘণ্টা বাড়ানো হয়েছে। এবার ভোট শুরু হবে সকাল সাড়ে ৭টায় এবং চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। তাই সূর্যাস্তের পরেও সুষ্ঠুভাবে ভোট গণনার জন্য সব কেন্দ্রে নিরবচ্ছিন্ন বিদ্যুতের ব্যবস্থা রাখা হচ্ছে।
জুলাই জাদুঘর জনসাধারণের জন্য উন্মুক্ত করার বিষয়ে নিরাপত্তা যাচাই চলছে জানিয়ে উপদেষ্টা বলেন, “জুলাই জাদুঘর জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়ার আগে আমরা এর নিরাপত্তার বিষয়টি গুরুত্বের সঙ্গে আলাপ করেছি, যাতে দর্শনার্থীরা নিরাপদে জাদুঘরে আসা-যাওয়া করতে পারে।”
এ সময় তিনি জানান, রংপুরে এক পুলিশ সদস্যের বাবা-মাকে হত্যার ঘটনায় দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে নির্দেশ দেওয়া হয়েছে।
লুট হওয়া অস্ত্র উদ্ধারের প্রসঙ্গে তিনি সংক্ষেপে বলেন, এটি একটি “চলমান প্রক্রিয়া।”