
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা ও সামগ্রিক প্রস্তুতি এখন সন্তোষজনক অবস্থায় রয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
সোমবার ৮ ডিসেম্বর সচিবালয়ে আইনশৃঙ্খলাসংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি জানান, নির্বাচনকে ঘিরে প্রয়োজনীয় সব প্রস্তুতি ইতোমধ্যে দ্রুত এগোচ্ছে। তিনি বলেন, আগামী নির্বাচনের প্রস্তুতি খুব ভালো এবং একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর ভোট আয়োজনের জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। পুলিশসহ সব বাহিনী নির্বাচনের আগে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছে, যা জানুয়ারির মধ্যেই শেষ হবে।
তিনি আরও জানান, ভোটের দিনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বডি ক্যামেরা থাকবে। প্রতিটি ভোটকেন্দ্রে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার দিকেও আলাদা গুরুত্ব দেওয়া হচ্ছে।
দেশের সার্বিক আইনশৃঙ্খলার বিষয়ে তিনি বলেন, পরিস্থিতি ভালো রয়েছে। “কেউ ঘর থেকে বের হতে পারছেন না, এটি ঠিক নয়। কেউ হয়তো ইচ্ছা করেই বের হন না।”
রংপুরে মুক্তিযোদ্ধা দম্পতি হত্যা মামলার প্রসঙ্গে তিনি জানান, ঘটনায় জড়িতদের শনাক্ত করে কঠোর শাস্তির আওতায় আনার নির্দেশ দেওয়া হয়েছে।