
পাকিস্তানের হায়দ্রাবাদে একটি আতশবাজি কারখানায় শক্তিশালী বিস্ফোরণ ব্যাপক ধ্বংসযজ্ঞ সৃষ্টি করেছে। আকস্মিক এই দুর্ঘটনায় অন্তত চারজন প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন আরও ছয়জন।
উদ্ধারকারী দলের মুখপাত্র জানান, শনিবার লাঘারি গোথ নদীর তীরে অবস্থিত কারখানাটিতে বিস্ফোরণ ঘটে, যা লতিফাবাদ থানার বি সেকশনের অন্তর্ভুক্ত। বিস্ফোরণের পরপরই সেখানে ভয়াবহ আগুন ছড়িয়ে পড়ে।
লিয়াকত বিশ্ববিদ্যালয় হাসপাতালে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ডা. ভিনেশ কুমার বলেন, “আগুনে পোড়া চারটি মরদেহ আমরা পেয়েছি। এছাড়া গুরুতর আহত অবস্থায় ছয়জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।”
ডা. হায়া জানান, আহতদের মধ্যে দুইজনের শরীর সম্পূর্ণভাবে দগ্ধ হয়েছে এবং তাদের অবস্থা আশঙ্কাজনক।
লতিফাবাদ সহকারী কমিশনার সৌদ লুন্ড বলেন, “লাইসেন্স ছাড়া একটি ঘরে আতশবাজি তৈরি করা হচ্ছিল। এসময় বিস্ফোরণের ঘটনা ঘটে।” তিনি আরও জানান, এখনো উদ্ধার অভিযান চলমান, তাই হতাহতের সঠিক সংখ্যা নিশ্চিত করা যাচ্ছে না। বিস্ফোরণে কারখানার একটি কক্ষ ও সীমানা প্রাচীর ধসে পড়েছে। শিশুসহ কয়েকজন শ্রমিক ভেতরে আটকে থাকতে পারে বলে আশঙ্কা করছেন তারা।
ঘটনার পরপরই অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে যায়। উদ্ধারকারী দল আগুন নিয়ন্ত্রণ এবং আটকে পড়াদের উদ্ধার কাজে এখনো ব্যস্ত রয়েছে।