
পাকিস্তানের গিলগিত-বালতিস্তান অঞ্চলের দিয়ামার জেলায় ভয়াবহ এক হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণ হারালেন পাঁচজন ক্রু সদস্য। রবিবার (৩১ আগস্ট) রাতে চিলাস শহরের কাছে থর এলাকায় স্থানীয় সরকারের হেলিকপ্টারটি বিধ্বস্ত হলে এ হতাহতের ঘটনা ঘটে। সোমবার (১ সেপ্টেম্বর) দেশটির গণমাধ্যম ডন এ খবর নিশ্চিত করেছে।
দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে ঘন কালো ধোঁয়া উঠতে দেখা যায়। স্থানীয় সরকারের মুখপাত্র ফাইজুল্লাহ ফারাক এক বিবৃতিতে বলেন, “আমাদের একটি হেলিকপ্টার থর অঞ্চলে বিধ্বস্ত হয়েছে।”
হেলিকপ্টারটিতে দুইজন পাইলটসহ মোট পাঁচজন ছিলেন, বাকিরা কারিগরি কর্মী। দিয়ামার জেলার পুলিশ সুপার আবদুল হামিদ জানান, “হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাঁচজন নিহত হয়েছেন।” তিনি আরও নিশ্চিত করেন, হেলিকপ্টারটি পাকিস্তান সেনাবাহিনীর।
এসএসপি হামিদ জানান, দুর্ঘটনাকালে হেলিকপ্টারটি নতুন নির্মিত একটি প্রস্তাবিত হেলিপ্যাডে অবতরণের পরীক্ষামূলক উড্ডয়ন চালাচ্ছিল। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও উদ্ধারকর্মীরা দ্রুত সেখানে পৌঁছে মরদেহ উদ্ধার এবং ধ্বংসাবশেষ সরানোর কাজ শুরু করে।
তবে এখনো দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। স্থানীয় সরকারের মুখপাত্রের ধারণা, এটি কারিগরি ত্রুটির ফল হতে পারে। ঘটনাটি তদন্ত করে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।