
মধ্যপ্রাচ্যের মরুভূমির দেশ সৌদি আরবে দেখা মিলেছে বিরল তুষারপাতের। দেশটির উত্তরাঞ্চলের তাবুক ও হাইল অঞ্চলে হঠাৎ এই তুষারঝড়ে বদলে গেছে চিরচেনা আবহাওয়া, যা স্থানীয়দের জন্য তৈরি করেছে ব্যতিক্রমী উৎসবের পরিবেশ।
শুক্রবার (১৯ ডিসেম্বর) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, চলতি সপ্তাহে সৌদি আরবের উত্তরাঞ্চলে হওয়া এই বিরল তুষারপাত দেশটির বাসিন্দাদের জন্য এক অনন্য শীতকালীন অভিজ্ঞতা নিয়ে আসে। তাবুক ও হাইল অঞ্চলের পাহাড়ি এলাকাগুলো অল্প সময়ের মধ্যেই সাদা তুষারে আচ্ছাদিত হয়ে পড়ে। এমন দৃশ্য দেখে অনেকেই ঘর থেকে বেরিয়ে আনন্দ ও বিনোদনে মেতে ওঠেন।
গালফ নিউজ জানায়, জর্ডান সীমান্তঘেঁষা জাবাল আল লাওজ এলাকায় পাহাড়ের চূড়াগুলোতে তুষার জমতে দেখা যায়। এই দৃশ্য উপভোগ করতে পরিবার ও বন্ধুদের নিয়ে সেখানে ভিড় জমান স্থানীয়রা। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা যায়, মানুষ তুষারে ঢাকা ঢালে হাঁটছে, ছবি তুলছে, ঐতিহ্যবাহী নৃত্য পরিবেশন করছে এবং কেউ কেউ তাৎক্ষণিকভাবে তৈরি করা সরঞ্জাম ব্যবহার করে ঢাল বেয়ে স্কি করছে।
সৌদি আরবের অন্যতম উঁচু শৃঙ্গ জাবাল আল লাওজে বরফের ওপর দাঁড়িয়ে থাকা মানুষের উপস্থিতিও চোখে পড়ে। হাসি-উল্লাসের মধ্য দিয়ে তারা এই বিরল শীতকালীন মুহূর্ত উপভোগ করেন। তুষারের মধ্যে খেলাধুলা ও স্কি করার ভিডিও দ্রুত সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়, যেখানে অনেকেই এই অভিজ্ঞতাকে ‘ঐতিহাসিক’ ও ‘ভোলার নয়’ বলে উল্লেখ করেছেন।
সৌদি গণমাধ্যম আরও জানায়, হাইলের বিভিন্ন অংশ ও এর পশ্চিমাঞ্চলেও তুষারপাত হয়েছে। পাশাপাশি রাজধানী রিয়াদের উত্তরে আল ঘাত এলাকায় হালকা তুষারপাতের ছবিও শেয়ার করেছেন স্থানীয় বাসিন্দারা। এই ঘটনাকে অত্যন্ত অস্বাভাবিক হিসেবে বর্ণনা করা হচ্ছে, যা সম্ভবত কয়েক দশকের মধ্যে প্রথম।