
রাশিয়া ১৯৯২ থেকে ২০০২ সালের মধ্যে ইউরোপের বিভিন্ন দেশের সঙ্গে স্বাক্ষরিত বেশ কিছু দ্বিপাক্ষিক সামরিক সহযোগিতা চুক্তি আনুষ্ঠানিকভাবে বাতিল করেছে। শনিবার (২০ ডিসেম্বর) সরকার এই শীতল যুদ্ধ-পরবর্তী চুক্তিগুলো বাতিলের অনুমোদন দিয়েছে।
টিআরটি ওয়ার্ল্ডের প্রতিবেদনে বলা হয়েছে, চলমান ভূ-রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে এই সামরিক ও কূটনৈতিক কাঠামো শেষ হয়েছে। রুশ সরকারের আইনি পোর্টালে আনুষ্ঠানিক ঘোষণার আদেশটি প্রকাশ করা হয়েছে।
আদেশ অনুযায়ী, জার্মানি, পোল্যান্ড ও নরওয়ের সঙ্গে থাকা চুক্তিগুলো বাতিলের পাশাপাশি বুলগেরিয়া, রোমানিয়া, ডেনমার্ক, যুক্তরাজ্য, নেদারল্যান্ডস, ক্রোয়েশিয়া, বেলজিয়াম এবং চেক প্রজাতন্ত্রের সঙ্গে স্বাক্ষরিত চুক্তিগুলোও বাতিল করা হয়েছে।
২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে রাশিয়া ও ইউরোপীয় প্রতিরক্ষা ও নিরাপত্তা কাঠামোর সম্পর্ক ক্রমেই তলানিতে পড়ে। ইউক্রেন ও তার ইউরোপীয় মিত্ররা বলছে, “দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে ইউরোপীয় মাটিতে এটিই সবচেয়ে বড় এবং মারাত্মক যুদ্ধ।”