
তালাবদ্ধ ঘরে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগে ভয়াবহ এক ট্র্যাজেডিতে আট বছরের এক শিশুর মৃত্যু হয়েছে লক্ষ্মীপুরে। দগ্ধ হয়েছেন তার বাবা ও দুই বোন। ঘটনার বর্ণনায় ক্ষতবিক্ষত পরিবারের আর্তনাদ উঠে এসেছে আহত বাবার কথায়।
শনিবার (২০ ডিসেম্বর) বিকেলে আগুনের ঘটনা সম্পর্কে জানতে চাইলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতা বেলাল হোসেন লক্ষ্মীপুর ১০০ শয্যা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বলেন, ‘ঘরের দুই দরজায় দুইটা তালা মারি দি আগুন লাগাই দিছে। আমি বাহির অনের (হওয়ার) সময় বউ, বাচ্চা (দুই ছেলে) নিয়ে বাহির হইছি। তিনটা মেয়ে অন্য রুমে শোয়। দুইজন একপাশে যায় আশ্রয় নিয়েছে, তাদের বাহির কইরতে পাইরছি। এর ৫ মিনিটের মধ্যে পুরো ঘর জ্বলি ছাই। তাদের একজনের শরীরের এক তৃতীয়াংশ ও আরেকজনের অর্ধেক পোড়া গেছে। ছোটটারে (আয়েশা আক্তার) পাইনি, ও জ্বলে গেছে ঘটনাস্থলেই।’
এদিকে ঘটনাস্থলেই মেয়েকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েন মা নাজমা আক্তার। সাংবাদিকদের সামনে কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, ‘বেড়ার লগে (পাশে) হিঁড়ার (ঘরের ভিটা) এক হাত হরাক (দূরত্ব) হানি (পানি) না পেট্রোল ঢালি (ঢেলে) দিছে, হিয়ানে (সেখানে) আগুন জ্বইলতে জ্বইলতে দুয়ারের (দরজা) দিকে উডি (উঠে) গেছে। দুয়ারে উডি যাই রুমসহ সব জ্বলি গেছে ফা ফা করি। বিদ্যুতের কাটাউট খুলি আই (এসে) দেহি সব জ্বলে গেছে, আর কিছু নাই। আমার কলিজার টুকরা আয়েশাও জ্বলে গেছে।’
লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রণজিত কুমার সাহা জানান, কমলনগর উপজেলা ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তিনি বলেন, দরজায় তালা দিয়ে পেট্রোল ব্যবহার করে আগুন দেওয়া হয়েছে—এমন তথ্য তারা শুনেছেন, তবে বিষয়টি এখনো নিশ্চিত নয়। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ বলেন, ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। এখনো মামলা হয়নি। আগুন কীভাবে লেগেছে বা কারা জড়িত, তা উদ্ঘাটনে পুলিশ কাজ করছে।
উল্লেখ্য, শুক্রবার (১৯ ডিসেম্বর) গভীর রাতে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেনের বাড়িতে দুর্বৃত্তদের দেওয়া আগুনে তার মেয়ে আয়েশা আক্তার (৮) মারা যায়। এ ঘটনায় বেলাল নিজে এবং তার দুই মেয়ে স্মৃতি আক্তার (১৭) ও বিথি আক্তার (১৪) দগ্ধ হন। বেলাল লক্ষ্মীপুর সদর হাসপাতালে এবং তার দুই মেয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল–এর বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।