
তুরস্কের রাজধানী ইস্তাম্বুল বৃহস্পতিবার (২ অক্টোবর) সকালে ৫.০ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে। ভূমিকম্পের প্রভাব থেকে নিরাপদ থাকার জন্য ভয়ে সাধারণ মানুষ ঘর ছেড়ে রাস্তায় বের হন।
তুরস্কের দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা প্রেসিডেন্সি (এএফএডি) জানায়, ভূমিকম্পের উৎপত্তি হয়েছে শহরের দক্ষিণপূর্বাঞ্চলের মারমারা সাগরের কাছে, যা বড় একটি ফল্টলাইনের পাশে অবস্থিত। এই ফল্টলাইন শহরের ১ কোটি ৬০ লাখ মানুষের জন্য ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচিত।
গত রোববার কুথায়া প্রদেশের সিমাভে ৫.৪ মাত্রার ভূমিকম্পে ভূ-প্রকৃতির সরগরম পরিস্থিতি তৈরি হয়েছিল। ওই ভূমিকম্প মাটির ৮ কিলোমিটার গভীরে সংঘটিত হয়েছিল এবং আশপাশের অঞ্চল কেঁপে উঠেছিল। পরবর্তীতে ৪.০ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
তুরস্কের অবস্থান প্রধান ফল্ট লাইনের ওপর হওয়ায় দেশটি ভূমিকম্পপ্রবণ। ২০২৩ সালের শুরুতে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব তুরস্কে ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে ১১টি প্রদেশে ৫৩ হাজারের বেশি মানুষ মারা যান এবং হাজার হাজার ভবন ধ্বসে যায়। একই ঘটনায় সিরিয়াতেও ছয় হাজারের বেশি মানুষ প্রাণ হারান।
সূত্র: রয়টার্স