
এক বছর আগে হঠাৎ বিয়ের ঘোষণা দিয়ে ভক্তদের চমক দিয়েছিলেন জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান। যুক্তরাষ্ট্রে বসবাসরত মেকআপ আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে তার বিয়ে তখন বিনোদন দুনিয়ায় ব্যাপক আলোচনা সৃষ্টি করেছিল। সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকদিন ধরে এই খবর ট্রেন্ডিং অবস্থায় ছিল। কিন্তু এক বছরেরও কম সময়ে তাদের বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসে।
বিচ্ছেদের গুঞ্জন ওঠার পর গত শনিবার (১০ জানুয়ারি) তাহসান নিজেই সংবাদ মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন। এরপর ভক্ত ও শুভানুধ্যায়ীদের মনে প্রশ্ন জাগে, ভালোবাসার বিয়ে হলেও সম্পর্ক কেন এত দ্রুত শেষ হলো? ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, প্রেমের সময়ের তুলনায় দাম্পত্য জীবনে একসঙ্গে কাটানো সময় ছিল অত্যন্ত সীমিত। গত বছরের সেপ্টেম্বর, অস্ট্রেলিয়ায় সংগীত সফরের আগে তাহসান ও রোজা আলাদা থাকতে শুরু করেন। তবে তখন বিষয়টি প্রকাশ্যে আসে নি। এই সময় তাহসান হঠাৎ গান থেকে বিরতি নেওয়ার সিদ্ধান্ত নেন এবং সামাজিক যোগাযোগমাধ্যম থেকে নিজেকে দূরে সরিয়ে নেন, যা অনেকের কাছে বিস্ময়ের কারণ হয়।
পরবর্তীতে জানা যায়, এই সময়েরও আগে থেকেই তাদের মধ্যে দূরত্ব তৈরি হতে শুরু করেছিল। যদিও রোজা মাঝে মাঝে সামাজিক যোগাযোগমাধ্যমে তাহসানের সঙ্গে তোলা ছবি ও আবেগঘন পোস্ট শেয়ার করতেন, যা দেখে অনেকের ধারণা ছিল সম্পর্ক স্বাভাবিকই আছে। তবে বাস্তবতা ছিল ভিন্ন। নাম প্রকাশে অনিচ্ছুক ঘনিষ্ঠজনেরা সংবাদমাধ্যমকে জানিয়েছে, বিয়ের পর তাদের জীবনদর্শন ও প্রত্যাশার মধ্যে স্পষ্ট পার্থক্য দেখা দেয়। তাহসান আরও ব্যক্তিগত ও নিরিবিলি জীবন কাটাতে চেয়েছিলেন এবং বিনোদন অঙ্গন থেকে নিজেকে সরিয়ে সংসারে মনোনিবেশ করতে আগ্রহী ছিলেন।
অন্যদিকে, বিয়ের পর রোজার সামাজিক পরিসর এবং পরিচিতি বৃদ্ধি পায়, যা তিনি উপভোগ করছিলেন। এই ভিন্ন মানসিকতা ও জীবনধারার কারণে ধীরে ধীরে তাদের মধ্যে দূরত্ব বাড়তে থাকে। সম্পর্ক বজায় রাখার চেষ্টা করলেও শেষ পর্যন্ত পারস্পরিক সম্মানের ভিত্তিতে আলাদা হওয়ার সিদ্ধান্ত নেন তারা। জানা গেছে, গত বছরের শেষের দিকে তাদের বিচ্ছেদের আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন হয়।
তাহসানের এটি দ্বিতীয় বিবাহ। ২০০৬ সালের ৩ আগস্ট তিনি জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলাকে বিয়ে করেছিলেন। তাদের একমাত্র মেয়ে আইরা তেহরীম খানের জন্ম ২০১৩ সালে। ২০১৭ সালে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে তাহসান-মিথিলা বিচ্ছেদ করেন। বিচ্ছেদের পরও দুজনেই মেয়ের যত্ন নিয়েছেন। বর্তমানে তাহসান ব্যক্তিগত জীবন নিয়ে নীরব রয়েছেন।