
হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে দায়ের করা মামলা থেকে অব্যাহতি পেলেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও তার ভাই আলিশান চৌধুরী। শুনানি শেষে আদালত দুজনকেই অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছেন।
সোমবার (১২ জানুয়ারি) সকালে মামলার শুনানি শেষে ঢাকা জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আদনান জুলফিকার এ আদেশ দেন।
মামলার নথি অনুযায়ী, বাদীর সঙ্গে দীর্ঘদিনের পরিচয়ের সূত্র ধরে মেহজাবীন চৌধুরী তাকে একটি নতুন পারিবারিক ব্যবসায় অংশীদার করার প্রস্তাব দেন। ওই প্রলোভনের মাধ্যমে বিভিন্ন তারিখ ও সময়ে নগদ অর্থ এবং বিকাশের মাধ্যমে মোট ২৭ লাখ টাকা নেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়।
অভিযোগে আরও বলা হয়, মেহজাবীন চৌধুরী ও তার ভাই দীর্ঘ সময় পার হলেও ব্যবসায়িক কার্যক্রম শুরু করেননি। এ কারণে বাদী বারবার টাকা ফেরত চাইলে আজ দেব, কাল দেব—এভাবে সময়ক্ষেপণ করা হয়।
পরবর্তী সময়ে গত ১১ ফেব্রুয়ারি বিকেলে পাওনা টাকা চাইলে বাদীকে ১৬ মার্চ হাতিরঝিল রোডের পাশে একটি রেস্টুরেন্টে আসতে বলা হয়। নির্ধারিত দিনে সেখানে গেলে মেহজাবীন, তার ভাইসহ আরও অজ্ঞাতনামা চার থেকে পাঁচজন বাদীর সঙ্গে অকথ্য ভাষায় গালিগালাজ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়। একই সঙ্গে তাকে প্রাণনাশের হুমকি ও ভয়ভীতি দেখানো হয় বলেও মামলায় দাবি করা হয়েছিল।
শুনানি শেষে আদালত মামলার অভিযোগ থেকে মেহজাবীন চৌধুরী ও আলিশান চৌধুরীকে অব্যাহতি দেন।