
কন্নড় সিনেমার সুপারস্টার ও কেজিএফ খ্যাত অভিনেতা যশের ৪০তম জন্মদিনে ভক্তদের জন্য এক বড় উপহার এল। এই বিশেষ দিনে মুক্তি পেল তার নতুন সিনেমা ‘টক্সিক: আ ফেয়ারিটেল ফর গ্রোন-আপস’–এর টিজার, যা প্রকাশের সঙ্গে সঙ্গে সামাজিক মাধ্যমে ঝড় তুলেছে।
বৃহস্পতিবার সকালে প্রকাশিত ২ মিনিট ৫১ সেকেন্ডের এই ঝলকে যশকে দেখা গেছে এক ভয়ংকর গ্যাংস্টার ‘রায়া’ চরিত্রে। টিজারের শুরুতে গোরস্থানের শেষকৃত্যের দৃশ্যের মধ্যে হঠাৎ প্রবেশ করেন রায়া, এবং মুহূর্তের মধ্যেই শান্ত পরিবেশ রণক্ষেত্রে পরিণত হয়। গোলাগুলি, বোমাবাজি আর বারুদের গন্ধে মোড়ানো এই দৃশ্যে যশের জ্যাকেট ও সিগারেট নিয়ে প্রবেশ মুহূর্তেই ভক্তদের মন জয় করেছে।
ভারতীয় গণমাধ্যমের মতে, সিনেমাটির পটভূমি নব্বইয়ের দশকের গোয়ার আন্ডারওয়ার্ল্ড। সামাজিক মাধ্যমে যশের লুক, সংলাপ এবং অ্যাকশন দৃশ্য নিয়ে ভক্তদের মধ্যে উত্তেজনা লক্ষ্য করা গেছে। বিশেষভাবে টিজারে যশের ‘ড্যাডিস হোম’ সংলাপটি ভাইরাল হয়ে গেছে।
‘টক্সিক’ পরিচালনা করছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত নির্মাতা গীতু মোহনদাস। যশের সঙ্গে ছবিতে অভিনয় করেছেন কিয়ারা আদভানি, নয়নতারা, হুমা কুরেশি, তারা সুতারিয়া ও রুক্মিণী বসন্ত। প্রকাশিত টিজারের পর দর্শকরা ধারণা করছেন, এটি হয়তো ‘অ্যানিম্যাল’ বা ‘ধুরন্ধর’ সিনেমার চেয়েও বিধ্বংসী হবে।
নির্মাতারা জানিয়েছেন, ‘টক্সিক’ ২০২৬ সালের ১৯ মার্চ বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।