
কন্নড় সিনেমার ‘রকিং স্টার’ যশের নতুন ছবি ‘টক্সিক’ প্রকাশের আগে বিতর্কে জড়াল। ‘কেজিএফ’ ফ্র্যাঞ্চাইজির বিশাল সাফল্যের পর দর্শকের উন্মাদনার মধ্যেই টিজারের একটি দৃশ্যকে কেন্দ্র করে সামাজিক নৈতিকতা ও নারী সম্মানের প্রশ্ন উঠে এসেছে।
গত ৮ জানুয়ারি যশের ৪০তম জন্মদিনে পরিচালক গীতু মোহানদাস টিজারটি প্রকাশ করেন। মুহূর্তের মধ্যে ভাইরাল হলেও, টিজারের একটি দৃশ্যে যেখানে যশের সঙ্গে গাড়ির ভেতরে এক নারীকে সংক্ষিপ্ত সময়ের জন্য দেখা যায়, সেটিই বিতর্কের সূত্রপাত। অভিযোগকারীদের মতে, অন্ধকার ও রহস্যময় আবহে তৈরি ওই দৃশ্য কন্নড় সমাজের মূল্যবোধ ও সামাজিক নৈতিকতার সঙ্গে সাংঘর্ষিক।
আম আদমি পার্টির (এএপি) মহিলা শাখা কর্ণাটক রাজ্য মহিলা কমিশনে আনুষ্ঠানিক অভিযোগ জমা দিয়েছে। তাদের দাবি, “সেন্সর সতর্কতা বা বয়সভিত্তিক বিধিনিষেধ ছাড়াই টিজারটি জনসমক্ষে প্রচার করা হয়েছে। এটি নারী ও শিশুদের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে।”
এএপি’র রাজ্য সম্পাদক উষা মোহন ভারতীয় গণমাধ্যমকে বলেন, “সামাজিক নৈতিকতা রক্ষা এবং সমাজের দুর্বল অংশের সুরক্ষার স্বার্থে এ ধরনের কনটেন্ট অবিলম্বে প্রত্যাহার করা প্রয়োজন। আমরা রাজ্য সরকার ও পুলিশকে অনুরোধ করছি, যেন দ্রুত এই টিজারটি সামাজিক যোগাযোগমাধ্যম থেকে সরিয়ে দেওয়া হয়।”
প্রতিবেদনে আরও বলা হয়েছে, নিয়মিত প্রক্রিয়া অনুযায়ী বিষয়টি খতিয়ে দেখে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে। যদিও এই বিতর্ক সিনেমার প্রচারণায় অতিরিক্ত নজর কাড়েছে, তবে তা মুক্তি বা যশের ফ্যানবেসকে কী প্রভাবিত করবে, তা এখনও অনিশ্চিত।
এর পাশাপাশি সিনেমার কাস্টিং নিয়েও আলোচনা জোরদার। যশের বিপরীতে অভিনয় করছেন দক্ষিণী লেডি সুপারস্টার নয়নতারা, এছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন কিয়ারা আদভানি, রুক্মিণী বসন্ত, হুমা কুরেশি ও তারা সুতারিয়া। বিশাল বাজেটের এই প্রজেক্টটি যশের ক্যারিয়ারের অন্যতম বড় ছবি হিসেবে বিবেচিত হচ্ছে।