
ইসলামের নাম ব্যবহার করে সাধারণ ধর্মপ্রাণ মানুষকে ভুল পথে নেওয়ার অভিযোগ তুলেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী। তাঁর দাবি, জামায়াত ও তাদের সহযোগী সংগঠনগুলো ধর্মীয় আবেগকে পুঁজি করে জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছে।
সোমবার ১২ জানুয়ারি মাগুরা জেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত ‘কওমি মাদরাসার ইতিহাস ঐতিহ্য ও অবদান’ শীর্ষক আলোচনা সভা ও সিরাত সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথা বলেন। ইসলামাবাদী বলেন, এক সময় জামায়াত ‘আকিমুদ্দীন’ অর্থাৎ দ্বীন প্রতিষ্ঠার কথা প্রচার করত। কিন্তু এখন সেই শব্দটি তারা নিজেদের লোগো থেকেই বাদ দিয়েছে। তাঁর মতে, এতে স্পষ্ট হয় যে ইসলাম প্রতিষ্ঠার কথা বললেও আদর্শিকভাবে তারা সেই অবস্থানে নেই এবং ধর্মের নামে কেবল রাজনীতি করছে।
ইত্তেহাদুল উলামা মাগুরার উদ্যোগে আয়োজিত এ সিরাত সম্মেলনে সভাপতিত্ব করেন মাগুরা ধলহরা মাদ্রাসার মুতামিম মাওলানা কাজী জাবের বিন মুহসিন তাজাল্লা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর রেলওয়ে স্টেশন মাদ্রাসার মুহতামিম মাওলানা আনোয়ারুল করিম।
আলোচনা সভায় আরও বক্তব্য দেন মাওলানা মুশতাক আহমদ, মুফতি আরিফ বিল্লাহ কাসেমী এবং মাওলানা শাহ সাইফুল্লাহসহ অন্যান্য আলেমরা। বক্তারা বলেন, যারা ইসমতে আম্বিয়া অর্থাৎ নবীদের পাপমুক্ত ও মর্যাদাশীল অবস্থান স্বীকার করে না এবং সাহাবীদের মিয়ারেহক হিসেবে মানে না, যাদের মৌলিক আকিদা ও বিশ্বাসে ঘাটতি রয়েছে, তারা কখনোই প্রকৃত ইসলামি দল হতে পারে না।
বক্তাদের মতে, জামায়াত ইসলামী ঐক্যের কথা বলে এক ধরনের অবস্থান তুলে ধরলেও বাস্তবে সাধারণ ইসলামপন্থীদের বিভ্রান্ত করছে এবং সাম্প্রতিক সময়ে ভিন্ন মতাদর্শের শক্তির সঙ্গে জোট বাঁধছে। তারা বলেন, ক্ষমতার লোভে পরিচালিত এ ধরনের দ্বিচারিতা এখন জনগণের কাছে পরিষ্কার হয়ে গেছে।