
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঠাকুরগাঁও-১ আসনে নির্বাচনী কর্মসূচি শুরু করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আসন্ন নির্বাচনে দলের প্রার্থী হিসেবে তিনি মনোনয়নপত্র জমা দিয়েছেন এবং নির্বাচিত হলে এলাকার উন্নয়ন, শিক্ষা, অর্থনৈতিক অগ্রগতি ও কর্মসংস্থান সৃষ্টিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।
সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে ঠাকুরগাঁও জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মির্জা ফখরুল বলেন, ‘বাংলাদেশের মানুষ ভোটাধিকার ফিরে পেয়েছে। আগামী বছরের ১২ ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে বিএনপির পক্ষ থেকে আমি ঠাকুরগাঁও-১ আসনে মনোনীত হয়েছি।’
তিনি বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান–এর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ‘তারা আমাকে আবারও এই আসন থেকে নির্বাচন করার সুযোগ করে দিয়েছেন। পরম করুণাময় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে চাই যে, এখানে আমি মনোনীত হয়ে জনগণের জন্য কাজ করার সুযোগ পেয়েছি।’
বিএনপি মহাসচিব আরও বলেন, নির্বাচনে জয়ী হলে ঠাকুরগাঁও অঞ্চলের সার্বিক উন্নয়ন তার প্রধান লক্ষ্য হবে। ‘এখানকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে উন্নত করা, আত্মসামাজিক ব্যবস্থাকে আরও মজবুত করা এবং অর্থনৈতিক কর্মকাণ্ড বৃদ্ধি করা হবে। পাশাপাশি মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা হবে। কৃষকদের যে সমস্যা রয়েছে, তা সমাধানের জন্যও আমরা কাজ করব,’ বলেন তিনি।
নির্বাচনের প্রাক্কালে ভোটারদের উদ্দেশে আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘আগামী নির্বাচনে আমি এই এলাকার জনগণের কাছে অনুরোধ রাখছি, দয়া করে আগে যেভাবে আমাকে সমর্থন দিয়েছেন, এবারও সেই সমর্থন দিয়ে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করতে সাহায্য করবেন।’