
নারায়ণগঞ্জের ফতুল্লায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রদল ও যুবদলের দুই পক্ষের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছে সংঘর্ষে রূপ নিয়েছে। ধাওয়া-পাল্টা ধাওয়া ও ককটেল বিস্ফোরণের ঘটনায় রণক্ষেত্রে পরিণত হয় এলাকা। এতে অন্তত পাঁচজন আহত হয়েছেন।
ঘটনার পর যৌথ বাহিনীর অভিযানে জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান দোলনসহ পাঁচজনকে আটক করা হয়েছে।
শনিবার বিকেল নাগাদ সদর উপজেলার ফতুল্লার তক্কার মাঠ এলাকায় এই সহিংস পরিস্থিতির সৃষ্টি হয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দীর্ঘ কয়েক দিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার এবং ঝুট সেক্টরের নিয়ন্ত্রণকে ঘিরে কুতুবপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি জয়নাল ও জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান দোলনের অনুসারীদের মধ্যে বিরোধ চলছিল। সেই বিরোধের জের ধরেই শনিবার দুপুরে তক্কার মাঠ এলাকায় উভয় পক্ষ মুখোমুখি হলে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
এক পর্যায়ে ধাওয়া-পাল্টা ধাওয়ার মধ্যে ককটেল বিস্ফোরণ ঘটে। পরে দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে আহত পাঁচজনকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।
সংবাদ পেয়ে পুলিশ ও সেনাবাহিনীসহ যৌথ বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
এ বিষয়ে ফতুল্লা থানার ওসি আব্দুল মান্নান জানান, সংঘর্ষের ঘটনায় জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদকসহ মোট পাঁচজনকে আটক করা হয়েছে।