
খুলনা মহানগর যুব মহিলা লীগের যুগ্ম আহ্বায়ক চিশতী মোস্তারী বানুকে নগরীর নিউ মার্কেট এলাকা থেকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শুক্রবার (২২ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ডিবির একটি অভিযানকারী দল তাকে আটক করে।
নগর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) তৈয়েমুর ইসলাম জানান, খুলনা সদর থানায় দায়ের করা এক মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে চিশতী মোস্তারী বানুকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর তাকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে।