
চট্টগ্রাম নগরের বন্দর থানার এলাকায় গভীর রাতে পুলিশের ওপর আওয়ামী লীগ নেতাকর্মীদের একটি মিছিল থেকে হামলার ঘটনা ঘটেছে, যার প্রেক্ষিতে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় মোট ৫৮ জনকে আসামি করা হয়েছে এবং পুলিশ ইতোমধ্যে ১৮ জনকে গ্রেফতার করেছে।
মঙ্গলবার (১২ আগস্ট) বিকেলে বন্দর থানা পুলিশ মামলাটি দায়ের করে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি জানান, স্থানীয় ওয়ার্ড যুবলীগের সভাপতির নেতৃত্বে মিছিলটি হয় এবং সেই মিছিলে পুলিশের ওপর হামলা চালানো হয়। হামলায় অংশ নেয় স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কর্মীরা। এখন পর্যন্ত গ্রেফতারকৃতদের বেশির ভাগই দলের সক্রিয় সদস্য। বাকি আসামিদের ধরতে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ টিম মাঠে কাজ করছে।
হামলার শিকার এসআই আবু সাঈদ রানার চিকিৎসা সংক্রান্ত অবস্থা জানতে চাইলে ওসি বলেন, “তার অবস্থা এখন উন্নতির দিকে যাচ্ছে। তাকে এলোপাতাড়ি কোপানো হয়েছে। মাথায় ১৫-১৬ সেলাই দিয়েছে। বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ও চিকিৎসাধীন।”
পুলিশ সূত্রে জানা গেছে, গত রাত্রি ২টার দিকে সল্টগোলা ক্রসিংয়ের কাছে ইশান মিস্ত্রি হাট সংলগ্ন সড়কে একটি আওয়ামী লীগ মিছিলের খবর পেয়ে সেখানে পৌঁছালে নেতাকর্মীরা পুলিশের ওপর চড়াও হয়। হামলায় এসআই আবু সাঈদ রানা মাথা ও হাতে গুরুতর জখম হন।
আগ্রিম চিকিৎসার জন্য প্রথমে তাকে একটি বেসরকারি হাসপাতালে নেয়া হলেও পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।