
সুনামগঞ্জের মধ্যনগরে ইজারাবিহীন খাল থেকে খনিজ বালি চুরির সময় ৮ জনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় চুরি করা বালি, একটি ট্রলারসহ মোট ২১ লাখ টাকার মালামাল জব্দ করা হয়েছে।
গ্রেফতার ব্যক্তিরা হলেন—তাহিরপুরের কলাগাঁও গ্রামের শাহানুর, রতনপুর গ্রামের তফসির হোসেন, একই গ্রামের নেকবর আলী, সম্রাট হোসেন, মফিজ আলী, মুক্তার আলী, কাউছার ও শহর আলী।
মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিবুর রহমান জানান, থানায় মামলা দায়েরের পর অপ্রাপ্তবয়স্ক এক কিশোরকে সুনামগঞ্জে পাঠানো হয় এবং বাকি সাত আসামিকে সোমবার বিকেলে আদালতে সোপর্দ করা হয়েছে।
তিনি আরও জানান, মধ্যনগরের সম্পদপুর গ্রামসংলগ্ন ইজারাবিহীন খাল থেকে অবৈধভাবে খনিজ বালি উত্তোলন ও সরিয়ে নেওয়ার সময় তাদের হাতেনাতে ধরা হয়।
এদিকে, সুনামগঞ্জের তাহিরপুরের ইজারাবিহীন কলাগাঁও সীমান্ত ছড়া নদীতে কয়েক দিন বন্ধ থাকার পর গত ৩ থেকে ৪ দিন ধরে ফের খনিজ বালি চুরির কর্মকাণ্ড শুরু হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।