
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় শীতের আগমনী বার্তা হিসেবে দেখা মিলেছে বিশ্বের তৃতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘার। মেঘমুক্ত আকাশে মহিমান্বিত এই দৃশ্য দর্শনার্থীদের মধ্যে উৎসাহ সৃষ্টি করেছে এবং তিস্তা ব্যারেজে ভিড় বাড়ছে।
গত বুধবার ও বৃহস্পতিবার সকালে তিস্তা ব্যারেজ এবং সানিয়াজান নদীর তীর থেকে স্পষ্টভাবে দেখা গেছে কাঞ্চনজঙ্ঘার সাদা চূড়াগুলো। কয়েক দিনের মেঘলা আবহাওয়ার পর তিন দিন ধরে আকাশ পরিষ্কার থাকায় স্থানীয় ও দর্শনার্থীরা সকাল থেকে ব্যারেজে ভিড় করছেন।
ভোরের আলোতে তুষারাচ্ছন্ন চূড়াগুলো যেন নতুন দিনের সৌন্দর্যকে আরও উজ্জ্বল করে তুলেছে। স্থানীয়রা পরিবার-পরিজন নিয়ে এই মনোমুগ্ধকর দৃশ্যের আনন্দ উপভোগ করছেন এবং সামাজিক মাধ্যমে ছবি ও ভিডিও শেয়ার করছেন।
লালমনিরহাটের সীমান্তবর্তী এই অঞ্চলে থাকা সত্ত্বেও পাসপোর্ট ছাড়াই ভারত বা নেপাল না গিয়েই কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, যা স্থানীয়দের মধ্যে উচ্ছ্বাস সৃষ্টি করেছে। ভূগোলবিদরা জানিয়েছেন, কাঞ্চনজঙ্ঘা নেপাল ও ভারতের সিকিম রাজ্যের সীমান্তে অবস্থিত এবং ৮,৫৮৬ মিটার উচ্চতা নিয়ে এভারেস্ট ও কে-টু’র পর বিশ্বের তৃতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ।