
সঙ্ঘবদ্ধ ডাকাতদলের হামলা ও ডাকাতি প্রতিরোধের উদ্দেশ্যে মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলার বিভিন্ন গ্রামে ব্যক্তিগত উদ্যোগে পাহারা বসিয়েছে গ্রামবাসী, সতর্ক অবস্থানে রয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী, রাত জেগে পাহারা দেওয়ার জন্য লাইট, বাঁশিসহ বিভিন্ন উপকরণ বিতরণ করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সমাজ কল্যাণ সম্পাদক, মুন্সীগঞ্জ ৩ এর মনোনয়ন প্রত্যাশী মো. কামরুজ্জামান রতন।
স্থানীয় সুত্রে জানা যায়, সোমবার (৩ নভেম্বর) একদল ডাকাত উপজেলা ইউনিয়নের বালুয়াকান্দী গ্রামে অবসর প্রাপ্ত সেনা সদস্য মো. ফজলুল হকের বাড়িতে জানালার গ্রিল কেটে ভবনের ভিতরে প্রবেশ করেন এবং অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালংকারসহ আনুমানিক ৬০/৬৫ লাখ টাকার মালামাল নিয়ে পালিয়ে যায়।
আরও জানা যায়, মঙ্গলবার (৪ নভেম্বর) গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নের সাতকাউনিয়া গ্রামের ব্যবসায়ী আলম মামুনদের বাড়িতে বারান্দায় গ্রিল কেটে একই প্রক্রিয়া অনুস্মরণ করে নগদ টাকা, স্বর্ণালংকারসহ ৫০ লাখ টাকার মালামাল নিয়ে যায়। একই দিনে বড় রায়পাড়া গ্রামের বাসিন্দা স্কুল শিক্ষক ফারুক হোসেন এর বাড়িতেও দিনের আলোয় বাথরুমের ভ্যান্টিলেটর ভেঙ্গে ঘরে ঢুকে ৮/১০ লাখ টাকার মালামাল লুট করে। মালামাল লুটের এসব ঘটনার প্রেক্ষিতে ডাকাতি প্রতিরোধে উপজেলা প্রশাসন নিরাপত্তা জোরদারে স্থানীয় জনপ্রতিনিধি ও স্বেচ্ছাসেবকদের সমন্বয়ে কাজ করছেন। আয়োজন করেছেন বিশেষ আইন শৃঙ্খলা সভা, ব্যক্তিগত উদ্যোগে পাহারা দিচ্ছেন গ্রামবাসী। তারা দলবদ্ধভাবে রাতভর গ্রামে টহল দিচ্ছেন, আইন শৃঙ্খলা বাহিনীও রয়েছেন সতর্ক অবস্থানে।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকাল ১১ঘটিকায় কেন্দ্রীয় বিএনপির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মো. কামরুজ্জামান রতন চুরি ডাকাতি প্রতিরোধে আলোচনা সভার আয়োজন, গ্রামবাসীদের চার্জ লাইট, বাঁশিসহ পাহারা দেওয়ার বিভিন্ন উপকরণ বিতরণ করেন।