
রাজধানীর একটি আবাসিক এলাকায় আবারও ভয়াবহ হত্যার ঘটনা সামনে এসেছে, যেখানে এক স্কুলপড়ুয়া কিশোরীকে নিজ বাসায় গলাকেটে হত্যা করা হয়েছে।
ঢাকার বনশ্রীর দক্ষিণ অংশে লিলি ওরফে বাবুনি নামের ওই তরুণীর মরদেহ উদ্ধার করা হয় শনিবার (১০ জানুয়ারি)। পুলিশ জানায়, দুপুর ২টা থেকে বিকেল ৪টার মধ্যে ভাড়া বাসাটিতে ধারালো অস্ত্র ব্যবহার করে তাকে হত্যা করা হয়।
নিহত লিলির বয়স আনুমানিক ১৬ বছর। তার বাবা সজিব মিয়া একজন খাবার হোটেল ব্যবসায়ী বলে জানা গেছে।
পারিবারিক সূত্রে জানা যায়, বিকেলের দিকে জিম থেকে বাসায় ফিরে লিলির বড় বোন ঘরে ঢুকে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। গলা কাটা অবস্থায় বোনকে দেখে তিনি সঙ্গে সঙ্গে থানায় খবর দেন। তবে কারা এবং কী উদ্দেশ্যে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহ করে এবং হত্যার কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত শুরু করেছে।