
কক্সবাজার-২ (কুতুবদিয়া-মহেশখালী) আসনে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদের মনোনয়নপত্র নির্বাচন কমিশন বাতিল করেছে। যথাযথ নথিপত্র উপস্থাপন করতে না পারায় তার প্রার্থিতা বাতিল হয়।
শুক্রবার (২ জানুয়ারি) জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এই তথ্য জানিয়েছেন।
তিনি জানান, কাগজপত্র ও মামলা-সংক্রান্ত জটিলতার কারণে কক্সবাজার-২ আসনে জামায়াতের প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। তবে ৫ থেকে ১১ জানুয়ারির মধ্যে নির্বাচন কমিশনে আপিলের সুযোগ রয়েছে।
এই আসনে মোট সাতজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। এর মধ্যে গোলাম মাওলা নামের আরও এক প্রার্থীর মনোনয়নও বাতিল করা হয়েছে।