
আবারও যান্ত্রিক ত্রুটির কবলে পড়ল এয়ার ইন্ডিয়ার একটি যাত্রীবাহী বিমান। রাজস্থানের জয়পুর বিমানবন্দর থেকে উড্ডয়নের মাত্র ১৮ মিনিট পরই জরুরি ভিত্তিতে ফিরে আসতে হয়েছে মুম্বইগামী উড়োজাহাজটিকে।
শুক্রবার (১৯ জুলাই) দুপুর ১টা ৩৫ মিনিটে জয়পুর বিমানবন্দর থেকে মুম্বইয়ের উদ্দেশে যাত্রা শুরু করে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইট। আন্তর্জাতিক উড়োজাহাজ ট্র্যাকিং ওয়েবসাইট ‘ফ্লাইটরাডার’-এর তথ্যমতে, আকাশে কিছু সময় উড়ে চলার পর বিমানটি হঠাৎ করে গতিপথ পরিবর্তন করে আবার জয়পুরেই অবতরণ করে। ওয়েবসাইটে ওই ফ্লাইটের পাশে ‘জয়পুরে ডাইভার্টেড’ লেখা দেখা যায়।
তবে এই ‘ইউটার্ন’-এর প্রকৃত কারণ এখনও পরিষ্কারভাবে জানানো হয়নি। বিমান সংস্থার পক্ষ থেকেও বিকেল পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। যদিও বিমানবন্দর সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, যাত্রার কিছু সময় পর উড়োজাহাজটিতে যান্ত্রিক সমস্যা ধরা পড়ে। ফলে নিরাপত্তার কথা চিন্তা করে পাইলট বিমানটি ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেন।
এটি এয়ার ইন্ডিয়ার সাম্প্রতিক বেশ কয়েকটি বিভ্রান্তিকর ঘটনার মধ্যে একটি। গত ১২ জুন আহমেদাবাদে একটি বিমানের দুর্ঘটনার পর থেকেই সংস্থাটির একাধিক উড়োজাহাজে সমস্যা দেখা যাচ্ছে।
গত সোমবার (১৫ জুলাই) দিল্লি থেকে কলকাতাগামী এআই ২৪০৩ নম্বর ফ্লাইটটি ওড়ার ঠিক আগ মুহূর্তে পাইলটরা যাত্রা বাতিল করেন। ওই সময় বিমানটি রানওয়েতে ঘণ্টায় ১৫৫ কিলোমিটার গতিতে ছুটছিল এবং উড্ডয়নের প্রস্তুতি নিচ্ছিল। ঠিক তখনই পাইলটরা হঠাৎ ব্রেক কষে ফ্লাইটটি থামিয়ে দেন।
পরদিন মঙ্গলবার হংকং থেকে দিল্লিগামী এআই ৩১৫ ফ্লাইটে আরও একটি বিপত্তি ঘটে। বিমানটি দিল্লিতে অবতরণের কিছু সময় পর এর অক্সিলিয়ারি পাওয়ার ইউনিটে (এপিইউ) আগুন ধরে যায়, যা সঙ্গে সঙ্গেই স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায়। আগুন লাগার সময় যাত্রীরা বিমান থেকে নামছিলেন, ফলে বড় কোনো দুর্ঘটনা ঘটেনি।