
আফগানিস্তানের উত্তরাঞ্চলের পার্বত্য হিন্দুকুশ এলাকায় সোমবার গভীর রাতে আঘাত হেনেছে শক্তিশালী এক ভূমিকম্প, যাতে এখন পর্যন্ত অন্তত সাতজনের মৃত্যু ও ১৫০ জন আহত হওয়ার খবর নিশ্চিত করেছে দেশটির স্বাস্থ্য অধিদপ্তর। উদ্ধারকর্মীরা এখনো ধ্বংসস্তূপে অনুসন্ধান চালিয়ে যাচ্ছেন, ফলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায়, স্থানীয় সময় ৩ নভেম্বর রাত ১২টা ৫৯ মিনিটে ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পটি অনুভূত হয়। ভূমিকম্পটির কেন্দ্র ছিল হিন্দুকুশ অঞ্চলের মাজার-ই-শরিফের কাছে খোলম এলাকায়, মাটির প্রায় ২৮ কিলোমিটার গভীরে।
অন্যদিকে, জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস ভূমিকম্পটির মাত্রা ৬ দশমিক ৪ বলে জানিয়েছে। রাজধানী কাবুল থেকেও প্রবল এই কম্পন অনুভূত হয়েছে বলে এএফপি’র স্থানীয় সংবাদদাতারা জানিয়েছেন।
গত কয়েক মাস ধরে একের পর এক ভূমিকম্পে কেঁপে উঠছে আফগানিস্তান। ২৪ অক্টোবর ভোরে দেশটিতে ৩ দশমিক ৭ মাত্রার একটি কম্পন রেকর্ড করা হয়, যদিও তাতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি হয়নি। তার আগে ১৭ অক্টোবর রিখটার স্কেলে ৫ দশমিক ৬ মাত্রার একটি ভূমিকম্প জম্মু-কাশ্মীর পর্যন্ত অনুভূত হয়েছিল, কিন্তু তাতেও বড় ধরনের ক্ষয়ক্ষতি ঘটেনি।
এরও আগে ৩১ আগস্ট আফগানিস্তান সাম্প্রতিক ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ভূমিকম্পের মুখোমুখি হয়, যার মাত্রা ছিল ৬ দশমিক ০। সে সময় প্রাণ হারিয়েছিল দুই হাজারেরও বেশি মানুষ, আর আহত হয়েছিল প্রায় তিন হাজার।
সূত্র: দ্য ডেইলি জার্গন