
চট্টগ্রামের বাকলিয়া এলাকায় একটি আবাসিক ভবনে হঠাৎ করে আগুন লাগার ঘটনা স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছেছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট, যারা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
শনিবার, ৪ সেপ্টেম্বর বিকেল প্রায় সাড়ে ৫টার দিকে আগুনের সূত্রপাত ঘটে বলে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস কন্ট্রোল রুম।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম থেকে জানানো হয়েছে, লামারবাজার ও চন্দনপুরা ফায়ার স্টেশন থেকে পাঠানো চারটি ইউনিট ঘটনাস্থলে আগুন নেভানোর কাজ চালিয়ে যাচ্ছে।
তবে আগুন কীভাবে লেগেছে এবং এতে ঠিক কতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।