
চট্টগ্রামের জনপ্রিয় মোটেল সৈকত বার অ্যান্ড রেস্টুরেন্টে আগুন লেগে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সোমবার সকাল সোয়া ৯টার দিকে আগুনের খবর পাওয়ার পর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু করে। সাড়ে নয়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে এবং ১০টার দিকে সম্পূর্ণভাবে আগুন নিভিয়ে ফেলা হয়।
নন্দনকানন কার্যালয়ের ওয়্যারহাউজ ইনস্পেকটর ইমরান হোসেন জানান, আগুনে বার অ্যান্ড রেস্টুরেন্টের আসবাবপত্র ও সাজসজ্জার সরঞ্জামগুলো পুড়ে গেছে। এতে আনুমানিক ৮ থেকে ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তিনি বলেন, “আগুনের সূত্রপাত কোথা থেকে হয়েছে তা তদন্তে বেরিয়ে আসবে।”
বার কর্তৃপক্ষ দাবি করেছেন, আগুনের কারণে মোট ক্ষয়ক্ষতি ১৫ থেকে ২০ লাখ টাকার মধ্যে। তাদের মতে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আগ্রাবাদ কার্যালয়ের নিয়ন্ত্রণ কক্ষে জানানো হয়, সকাল ৮টা ৪৫ মিনিটে নগরের স্টেশন রোডে এই আগুন লাগার খবর পাওয়া যায়। নন্দনকানন ও আগ্রাবাদ কার্যালয়ের তিনটি ফায়ার ট্রাক ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। সৌভাগ্যবশত, এ দুর্ঘটনায় কেউ হতাহত হয়নি। আগুনের ক্ষয়ক্ষতির নিরূপণ এখনও চলছে।
উল্লেখ্য, গত বছরের ৫ আগস্টও এই বারটি লুটপাটের শিকার হয়েছিল। দুষ্কৃতিকারীরা বারটির স্থাপন কেটে নিয়ে যাওয়া পর্যন্ত লুটপাট করেছিল। পরে পুনরায় সংস্কারের পর বারটি চালু হয়।