
ঢাকা-১৬ আসনের সাবেক সংসদ সদস্য মো. ইলিয়াস উদ্দিন মোল্লাহ এবং তার স্ত্রী ফরিদা ইলিয়াসের বিরুদ্ধে দুর্নীতি ও সন্দেহভাজন অর্থ লেনদেনের অভিযোগে পৃথক দুটি মামলা অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদকের মহাপরিচালক আক্তার হোসেন জানান, সোমবার (৮ ডিসেম্বর) সংস্থার প্রধান কার্যালয় থেকে এ দুটি মামলা অনুমোদন দেওয়া হয়েছে।
দুদক সূত্রে জানা গেছে, সাবেক এমপি ইলিয়াস উদ্দিন মোল্লাহ সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহার করে ১৪ কোটি ৮ লাখ টাকার আয়ের সঙ্গে অসংগতিপূর্ণভাবে প্রায় ১৬ কোটি টাকার সম্পদ অর্জন করেছেন। প্রথম মামলায় অভিযোগ করা হয়েছে, তিনি ৪০টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে প্রায় ১৭৩ কোটি ৪৬ লাখ টাকার অস্বাভাবিক লেনদেনের মাধ্যমে অবৈধ অর্থ হস্তান্তর, স্থানান্তর ও রূপান্তর করেছেন।
অন্যদিকে, তার স্ত্রী ফরিদা ইলিয়াসের বিরুদ্ধে ২ কোটি ৫৩ লাখ টাকার সম্পদের অসংগতিপূর্ণ মালিকানা এবং চারটি ব্যাংক হিসাবে প্রায় ৮ কোটি ৯৭ লাখ টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ তোলা হয়েছে অনুমোদিত দ্বিতীয় মামলায়।
দুদক তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারা, মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(২) ও ৪(৩) ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারার অধীনে মামলা চালানোর অনুমোদন দিয়েছে।