
মাগুরায় বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) মহাপরিচালক মো. মাহবুবুল আলম গৌরা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর তানভীর হাসান জোহার মালিকানাধীন বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এই ঘটনা শহরের জেলা জজ আদালতের সামনে অবস্থিত ‘জোহা ভবনে’ শুক্রবার (১৯ ডিসেম্বর) গভীর রাতে ঘটে।
প্রত্যক্ষদর্শী প্রতিবেশী তরুণ কুমার জানান, গভীর রাতে কয়েকজন দুর্বৃত্ত বোতলে পেট্রোল ভরে ভবনের পেছনের দিকে প্রবেশ করে। তারা ভবনের মূল ফটক ও জানালায় আগুন ধরিয়ে দ্রুত স্থান ত্যাগ করে। আগুন লক্ষ্য করে আশপাশের লোকজন ছুটে এসে তা দ্রুত নিয়ন্ত্রণে আনে।
ঘটনার বিষয়ে তানভীর হাসান জোহা বলেন, “এটি একটি পরিকল্পিত ও উদ্দেশ্যপ্রণোদিত হামলা বলে প্রতীয়মান হচ্ছে। দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।”
জজ আদালতের মতো সংবেদনশীল ও সুরক্ষিত এলাকায় এমন ঘটনার পর স্থানীয়দের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে।
মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে। “এই নাশকতার পেছনে কারা জড়িত তা শনাক্ত করতে তদন্ত শুরু করা হয়েছে এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”