
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ৩০ জানুয়ারি (শুক্রবার) অনুষ্ঠিত হবে। এ উপলক্ষ্যে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের যাতায়াতের সুবিধার্থে পরিবহন সংক্রান্ত নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বুধবার (২৮ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক ড. তারেক বিন আতিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ভর্তি পরীক্ষার কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলের দৈনিক চলমান যানবাহনগুলো কর্মদিবসের ন্যায় যথারীতি যথা স্থান থেকে যাত্রা শুরু করে বেলা ১১টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পৌঁছাবে। পরবর্তীতে ক্যাম্পাস থেকে স্ব-স্ব রুটে ভর্তি পরীক্ষা কার্যক্রম শেষে সন্ধ্যা ৬টায় ছেড়ে যাবে। এতে আরও বলা হয়, উক্ত দিনে পরিবহন পুলের অন্যান্য সকল সেবা বন্ধ থাকবে।
উল্লেখ্য, আগামী শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুর ৩টা ৩০ মিনিট থেকে বিকাল ৪টা ৩০ মিনিট পর্যন্ত ‘বি’ ইউনিটের এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।