
বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছে দেশের ক্রিকেট অঙ্গন। উদ্ভূত পরিস্থিতিতে বিসিবির এই পরিচালকের পদত্যাগের দাবিতে সব ধরনের ক্রিকেটীয় কার্যক্রম থেকে দূরে থাকার চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেছেন ক্রিকেটাররা। ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ বা কোয়াব সাফ জানিয়ে দিয়েছে যে নাজমুল ইসলাম দায়িত্ব থেকে সরে না দাঁড়ানো পর্যন্ত এই বয়কট কর্মসূচি অব্যাহত থাকবে।
আজ ১৫ জানুয়ারি বৃহস্পতিবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন খোলোয়াড়দের অনড় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন। অভিযুক্ত পরিচালক এখনো স্বপদে বহাল থাকায় ক্রিকেটাররা তাদের কঠোর সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসতে রাজি নন।
সংবাদ সম্মেলনে নিজের ক্ষোভ প্রকাশ করে মোহাম্মদ মিঠুন বলেন ‘মাঠে যাবো একটাই শর্তে, বিসিবি থেকে এসে যদি কমিটমেন্ট করে, ৪৮ ঘণ্টার মধ্যে এই লোক বিসিবিতে থাকবে না। যদি থাকে, তাহলে খেলা বন্ধের দায় ক্রিকেটাররা নেবে না। যদি বিসিবি থেকে অফিশিয়াল ডিক্লেয়ার করে।’
খেলোয়াড়দের এই কঠোর পদক্ষেপের প্রেক্ষাপট ব্যাখ্যা করে কোয়াব সভাপতি আরও বলেন ‘এগুলো অসহায় বাধ্য হয়ে করতে হচ্ছে। আমরা ওই স্ট্যান্ডেই আছি। আমরা খেলার বিপক্ষে না। কিন্তু সবকিছুর একটা লিমিট আছে। এটার মাধ্যমে সবাইকে অপমান করা হয়েছে। প্রত্যেকটা সেক্টরকে উনি (নাজমুল) অপমান করেছেন। ক্রিকেটের প্রতি ওনার কোনো সম্মান নেই। আমরা অবশ্যই খেলতে চাই, তবে দাবি মেনে।’
বিতর্কের সূত্রপাত ঘটে গত ১৪ জানুয়ারি বুধবার। তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে বিসিবি আয়োজিত মিলাদ মাহফিল শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে ক্রিকেটারদের সক্ষমতা নিয়ে প্রশ্ন তোলেন নাজমুল ইসলাম। টি–টোয়েন্টি বিশ্বকাপে সাফল্য না পেলে খেলোয়াড়দের পেছনে ব্যয়ের যৌক্তিকতা নিয়ে তিনি বলেন ‘ওরা (ক্রিকেটাররা) গিয়ে যদি কিছুই না করতে পারে, তাহলে ওদের পেছনে আমরা যে এত কোটি কোটি টাকা খরচ করছি, আমরা ওদের কাছ থেকে ওই টাকা ফেরত চাইছি নাকি!’
খেলোয়াড়দের পারফরম্যান্স এবং বৈশ্বিক ট্রফি জয়ের ব্যর্থতা নিয়ে ক্ষোভ ঝেড়ে বিসিবির এই পরিচালক আরও মন্তব্য করেন ‘আমরা যে ওদের পেছনে এত খরচ করছি, বিভিন্ন জায়গায় গিয়ে ওরা কিছুই করতে পারছে না। আজ পর্যন্ত আমরা একটাও বৈশ্বিক অ্যাওয়ার্ড পেয়েছি? কোনো একটা জায়গায় আমরা কতটুকু কী করতে পারছি? আমরা তাহলে তো প্রত্যেকবারই বলতে পারি, তোমরা খেলতে পারনি, তোমাদের পেছনে যা খরচ করেছি, এটা এবার তোমাদের কাছ থেকে আমরা নিতে থাকি, ফেরত দাও।’