
বাংলাদেশের ক্রিকেট বোর্ড (বিসিবি) টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) জানিয়ে দিয়েছে।
বিসিবি ও আইসিসির মধ্যে ভিডিও কনফারেন্সে আলোচনার পর এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিজেদের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে বিসিবি।
বিসিবির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আলোচনার সময় বিসিবি নিরাপত্তা ইস্যুতে ভারতে না যাওয়ার বিষয়ে আগের অবস্থানেই অনড় থাকার কথা জানায়। বোর্ড বাংলাদেশের ম্যাচগুলো ভারতের বাইরে সরিয়ে নেওয়ার বিষয়ে আবারো আইসিসিকে অনুরোধ করেছে।
অন্যদিকে আইসিসি বলেছে টূর্নামেন্টের সময়সূচি ইতোমধ্যেই ঘোষণা করা হয়েছে এবং তারা বিসিবিকে তাদের অবস্থান পরিবর্তনের অনুরোধ করেছে।
তবে উভয়পক্ষ আলোচনা চালিয়ে যাওয়ার বিষয়ে একমত হয়েছে বলে ওই বিজ্ঞপ্তিতে দাবি করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আইসিসির সাথে এই সভায় বিসিবির পক্ষে সভাপতি আমিনুল ইসলাম, সহসভাপতি মো. সাখাওয়াত হোসেন ও ফারুক আহমেদ, ক্রিকেট পরিচালনা কমিটির চেয়ারম্যান নাজমূল আবেদীন এবং প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী অংশ নেন।
এর আগে সোমবার বিকেলে এক সংবাদ সম্মেলনে অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল জানান বাংলাদেশ ক্রিকেট দলের ভারতে বিশ্বকাপ খেলতে যাওয়ার ইস্যুতে আইসিসির নিরাপত্তা বিভাগ 'তিনটি আশঙ্কা'র কথা জানিয়ে চিঠি পাঠিয়েছে ।
পরে বিসিবি জানায় এটি মূলত আইসিসি ও বিসিবির অভ্যন্তরীণ একটি আলাপের উদ্ভৃতি।
এর আগে ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের নির্দেশে আইপিএল ২০২৬ থেকে বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনার জের ধরে গত ৪ঠা জানুয়ারি ২০২৬ সালের টি-২০ বিশ্বকাপ খেলতে ভারতে বাংলাদেশ যাবে না বলে সিদ্ধান্ত নেয় বিসিবি।
২০২৬ আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের যৌথ আয়োজক ভারত ও শ্রীলঙ্কা। সাতই ফেব্রুয়ারি ওই আসর শুরু হওয়ার কথা রয়েছে। উদ্বোধনী দিনেই কলকাতায় ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হওয়ার কথা বাংলাদেশের।
সূত্র: বিবিসি বাংলা