
ভারতে বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার মতো নিরাপদ ও বন্ধুত্বপূর্ণ পরিবেশ না থাকায় ভেন্যু পরিবর্তনের বিষয়ে কোনো রকম নতি স্বীকার করা হবে না বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।
সোমবার (১২ জানুয়ারি) বাংলাদেশ ফুটবল ফেডারেশনে পরিদর্শনের সময় গণমাধ্যমের সামনে তিনি এ অঙ্গীকার করেন।
ভারতের সঙ্গে ক্রমবর্ধমান রাজনৈতিক উত্তেজনার কারণে নিরাপত্তা ঝুঁকির কথা ভেবে বাংলাদেশ দল প্রতিবেশী দেশে না খেলার সিদ্ধান্ত নিয়েছে। বিকল্প ভেন্যু হিসেবে শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজনের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আইসিসিকে চিঠি দিয়েছে। আইসিসির জবাবের ভিত্তিতে বিশ্বকাপ খেলার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ জানিয়েছে, বাংলাদেশের ম্যাচ কলকাতা ও মুম্বাই থেকে সরিয়ে শ্রীলঙ্কায় আয়োজনের সম্ভাবনা কম। বরং দক্ষিণ ভারতের চেন্নাই ও তিরুবনন্তপুরমে ম্যাচ আয়োজনের সম্ভাবনা বেশি।
কিন্তু এ ধরনের সিদ্ধান্ত মেনে নেওয়া হবে না বলে স্পষ্ট জানিয়ে দেন আসিফ নজরুল। তিনি গণমাধ্যমকে বলেন, “আইসিসির সিকিউরিটি টিম চিঠিতে বলেছে তিনটি বিষয় থাকলে ভারতে বাংলাদেশ দলের নিরাপত্তা শঙ্কা বাড়বে। এক, মোস্তাফিজকে দলে রাখা; দুই, বাংলাদেশের জার্সি পরে দর্শকরা ঘোরাফেরা করবে; এবং তিন, জাতীয় নির্বাচন যত এগোবে। এর চেয়ে উদ্ভট ও অবাস্তব কিছু হতে পারে না।”
তিনি আরও বলেন, “সিকিউরিটি টিমের মন্তব্য প্রমাণ করে, ভারতে বিশ্বকাপ খেলার কোনো পরিবেশ নেই। সেখানে বিদ্বেষী পরিবেশ বিরাজ করছে। আইসিসি একটি গ্লোবাল অর্গানাইজেশন হলে আমাদের শ্রীলঙ্কায় খেলার সুযোগ থাকা উচিত। ভেন্যু পরিবর্তনের বিষয়ে আমরা কোনো নতি স্বীকার করব না।”
আগামী ৭ ফেব্রুয়ারি ভারত ও শ্রীলঙ্কায় টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে। সূচি অনুযায়ী, বাংলাদেশ কলকাতার ইডেন গার্ডেন্সে তিনটি ম্যাচ খেলার কথা। ৭ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বিশ্বকাপ অভিযান শুরু করবে টাইগাররা, এরপর ৯ ফেব্রুয়ারি ইতালি ও ১৪ ফেব্রুয়ারি ইংল্যান্ডের সঙ্গে ম্যাচ খেলবে। ১৭ ফেব্রুয়ারি মুম্বাইতে নেপালের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।