
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে বাংলাদেশের খেলার পরিবেশ নেই বলে আবারও স্পষ্ট অবস্থান জানালেন যুব ও ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল। নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় ভেন্যু পরিবর্তনের দাবিতে নতি স্বীকার না করার কথাও তুলে ধরেন তিনি।
সোমবার ১২ জানুয়ারি বিকেলে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে পরিদর্শনে গিয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন ড. আসিফ নজরুল। তিনি জানান, ভারতে বিশ্বকাপ আয়োজনের ক্ষেত্রে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে যথেষ্ট উদ্বেগ রয়েছে।
আসিফ নজরুলের ভাষ্য অনুযায়ী, আইসিসির পর্যবেক্ষণেই প্রমাণ মিলেছে যে ভারতে বিশ্বকাপ খেলতে গেলে নিরাপত্তা ঝুঁকি আছে। সে কারণেই ভারতের অন্য কোনো ভেন্যুতেও বাংলাদেশের ম্যাচ আয়োজনের সুযোগ নেই বলে তিনি মনে করেন।