
গাজায় বিমান হামলা ও সহিংসতায় তিন মাসে অন্তত ১০০ শিশু নিহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) জেনেভায় সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ-এর মুখপাত্র জেমস এল্ডার বলেন, অক্টোবর মাসের শুরুতে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর থেকে গাজায় ১০০-এর বেশি শিশু প্রাণ হারিয়েছে। অর্থাৎ, যুদ্ধবিরতির সময় প্রতিদিন অন্তত একজন ছেলে বা মেয়ে নিহত হয়েছে।
তিনি আরও জানিয়েছেন, শিশুগুলোকে হত্যা করা হয়েছে আত্মঘাতী ড্রোন, গোলাবর্ষণ ও অন্যান্য বিমান হামলার মাধ্যমে।