
সারা দেশে শীতের প্রভাব বাড়ছে, বিশেষ করে উত্তরের জেলা ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বইছে তীব্র হিমেল হাওয়া। বর্তমানে দেশের আটটি জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে, যা আগামী কয়েকদিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
সোমবার (১২ জানুয়ারি) আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক জানান, আগামীকাল সকাল ৯টার মধ্যে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে রাজশাহী, পাবনা, দিনাজপুর, পঞ্চগড়, নীলফামারী, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলায় মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে।
আবহাওয়া অফিস আরও জানায়, শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা, অন্যত্র হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। পাশাপাশি দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আগামী সপ্তাহের পূর্বাভাস:
মঙ্গলবার (১৩ জানুয়ারি): সন্ধ্যা ৬টা থেকে ২৪ ঘণ্টা সারা দেশে আংশিক মেঘলা আকাশের সঙ্গে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। শেষরাত থেকে সকাল পর্যন্ত নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে, অন্যত্র হালকা থেকে মাঝারি কুয়াশা। রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
বুধবার (১৪ জানুয়ারি) ও বৃহস্পতিবার (১৫ জানুয়ারি): মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা, কোথাও কোথাও দুপুর পর্যন্ত স্থায়ী থাকতে পারে। রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে, দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
শুক্রবার (১৬ জানুয়ারি): দেশের অধিকাংশ এলাকায় শেষরাত থেকে সকাল পর্যন্ত কুয়াশা পড়বে। রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে, দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। আগামী পাঁচদিনে রাতের তাপমাত্রা ধীরে ধীরে বৃদ্ধি পেতে পারে।
আবহাওয়াবিদরা সবাইকে সতর্ক করেছেন, কুয়াশা ও শৈত্যপ্রবাহের কারণে রাতে এবং ভোরে চলাচলে বিশেষ যত্ন নেওয়া প্রয়োজন।