
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার বিষয়ে প্রার্থীদের উঠানো প্রশ্নফাঁস ও অনিয়মের অভিযোগে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ পায়নি। তাই পরীক্ষা বাতিল করা হয়নি এবং বর্তমানে ফল প্রস্তুতির কাজ তৎপরতার সঙ্গে চলছে। শিগ্রই ফলাফল প্রকাশ করা হবে।
সোমবার (১২ জানুয়ারি) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পলিসি অ্যান্ড অপারেশন বিভাগের পরিচালক এ কে মোহাম্মদ সামছুল আহসান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, “প্রশ্নফাঁস, অনিয়ম ও কর্তৃপক্ষের দায়িত্বহীনতার অভিযোগ উঠলেও এর কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়া যায়নি।”
তিনি আরও উল্লেখ করেন, ফল দ্রুত প্রকাশের জন্য কাজ চলছে এবং প্রার্থীদের অনলাইনে বা সামাজিক মাধ্যমে ছড়ানো গুজবের বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
এর আগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস ও ডিজিটাল ডিভাইস ব্যবহার করে জালিয়াতির অভিযোগ তুলে একদল প্রার্থী বিক্ষোভ-সমাবেশ করেছিলেন। অভিযোগগুলো যাচাইয়ের জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তর তদন্তের সিদ্ধান্ত নিয়েছিল।