
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্বের চারটি ম্যাচ ভারতের মাটিতে খেলার কথা থাকলেও সম্প্রতি দুই দেশের কূটনৈতিক সম্পর্কের অবনতি এবং নিরাপত্তা শঙ্কার কারণে এই ম্যাচগুলো অনিশ্চিত হয়ে পড়েছে। নিরাপত্তার কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)কে অনুরোধ করেছে, নিজেদের ম্যাচ ভারতের বাইরে সরানোর জন্য।
বিসিবি ইতিমধ্যেই বিকল্প ভেন্যু হিসেবে সহ-আয়োজক শ্রীলঙ্কার নাম প্রস্তাব দিয়েছে। প্রয়োজনে পাকিস্তানও বাংলাদেশকে ম্যাচ আয়োজনের সুযোগ দিতে প্রস্তুত। পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ জানিয়েছে, পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) বাংলাদেশকে ভেন্যু হিসেবে আমন্ত্রণ জানিয়েছে। পিসিবি প্রধান মহসিন নাকভি বিসিবি কর্তাদের জানিয়েছেন, বাংলাদেশ চাইলে পাকিস্তানে এসে ম্যাচ খেলা সম্ভব হবে। বাংলাদেশ দলের জন্য মাঠ প্রস্তুত রাখা হবে এবং প্রয়োজনীয় সব সুবিধা নিশ্চিত করা হবে।
উল্লেখ্য, নিরাপত্তা শঙ্কার কারণে মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্সের আইপিএল স্কোয়াড থেকে বাদ দেওয়ার ঘটনা এই পরিস্থিতিকে আরও তীব্র করেছে। আইপিএলের শুরুতে বিসিসিআই নিরাপত্তার কারণে তাকে খেলতে দিতে অস্বীকৃতি জানিয়েছিল।
বিসিবি নিরাপত্তার কারণে বাংলাদেশ দলকে ভারতে না পাঠানোর পক্ষে, এবং সরকারের পক্ষ থেকেও ক্রিকেটারদের নিরাপত্তার বিষয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। পাশাপাশি বাংলাদেশে আইপিএলের সব ধরনের সম্প্রচার অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে।