
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপি আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব বলেছেন, গণতন্ত্রের আপসহীন নেত্রী এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশের অসহায় মানুষের দুঃখ-কষ্ট সহ্য করতে পারতেন না। তিনি সবসময় সাধারণ মানুষের পাশে দাঁড়াতেন এবং নেতাকর্মীদেরও অসহায়দের সহায়তার পরামর্শ দিতেন। তাই তিনি বলেন, “বিনা অপরাধে নিরীহ মানুষের ওপর জুলুম করতে দেওয়া হবে না। একইভাবে বিনা অপরাধে আওয়ামী লীগের কোনো নেতাকর্মীকে গ্রেফতার করতে দেওয়া হবে না।”
বুধবার (৭ জানুয়ারি) বিকালে ঈশ্বরদী পৌর শহরের খায়রুজ্জামান বাবু বাস টার্মিনালে প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
হাবিব আরও বলেন, “বেগম খালেদা জিয়া সারাজীবন দেশের মাটি ও মানুষের কথা ভেবেছেন। তাই আওয়ামী লীগ করলেই কেউ অপরাধী হবে—এমন কথা নেই। যারা আওয়ামী লীগ সমর্থন করেছে কিন্তু অন্যায় কাজে জড়িত নয়, তাদের হয়রানি হওয়া উচিত নয়।”
তিনি একটি রাজনৈতিক দলের নাম উল্লেখ না করে বলেন, “কোনো দলের প্ররোচনায় মামলা বাণিজ্যের উদ্দেশ্যে নিরীহ মানুষদের গ্রেফতার যেন না করা হয়, সেজন্য প্রশাসনের প্রতি অনুরোধ রইল।”
সভাপত্র শেষে জিয়া পরিবারসহ সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মুখলেছুর রহমান বাবলু, এবং উপস্থিত ছিলেন—ঈশ্বরদী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক জিয়াউল হক সন্টু সরদার, সাবেক সদস্য সচিব আজমল হোসেন সুজন, সাবেক যুগ্ম সম্পাদক আতিয়ার রহমান, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান পলাশ, উপজেলা যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রকি, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ইমরুল কায়েস সুমন, জেলা ছাত্রদলের সহ-সভাপতি রফিকুল ইসলাম নয়ন, উপজেলা মহিলা দলের নেত্রী রোকেয়া হাসেম, এবং চামেলী আক্তার প্রমুখ।