
টি-টোয়েন্টি বিশ্বকাপ ঘিরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রত্যাশায় জল ঢেলেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। ভারতে অনুষ্ঠেয় ম্যাচগুলো অন্যত্র সরিয়ে নেওয়ার যে অনুরোধ বিসিবি করেছিল, তা সরাসরি নাকচ করে দিয়েছে আইসিসি।
আন্তর্জাতিক একাধিক সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, আইসিসি জানিয়ে দিয়েছে যে পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী ভারতেই বিশ্বকাপের ম্যাচ খেলতে হবে বাংলাদেশকে। নির্ধারিত ভেন্যুতে খেলতে অস্বীকৃতি জানালে পয়েন্ট হারানোর ঝুঁকিতেও পড়তে পারে টাইগাররা।
মঙ্গলবার (৬ জানুয়ারি) আইসিসি ও বিসিবির কর্মকর্তাদের মধ্যে একটি অনলাইন বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে মূল আলোচ্য বিষয় ছিল নিরাপত্তা। ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফো ও ক্রিকবাজ জানিয়েছে, বিসিবির উত্থাপিত নিরাপত্তা উদ্বেগকে গ্রহণযোগ্য মনে করেনি আইসিসি। সংস্থাটির মূল্যায়নে বলা হয়েছে, ভারতে অবস্থানকালে বাংলাদেশি ক্রিকেটারদের জন্য কোনো দৃশ্যমান নিরাপত্তা ঝুঁকি নেই। এই কারণেই ম্যাচ স্থানান্তরের আবেদন কার্যত বাতিল হয়ে গেছে।
তবে ইএসপিএনক্রিকইনফো আরও জানায়, বিসিবি আইসিসির কাছ থেকে এমন কোনো চূড়ান্ত আলটিমেটাম পাওয়ার বিষয়টি অস্বীকার করেছে। সংশ্লিষ্ট মহলে ধারণা করা হচ্ছে, আগামী শনিবারের মধ্যেই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।
বাংলাদেশ ও ভারতের ক্রিকেট সম্পর্কের এই অস্বস্তিকর পরিস্থিতির সূত্রপাত হয়েছে কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানকে আইপিএল দল থেকে বাদ দেওয়ার ঘটনায়। সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে বিসিসিআইয়ের নির্দেশে গত ৩ জানুয়ারি কলকাতা নাইট রাইডার্স মুস্তাফিজকে ছেড়ে দেয় বলে জানা গেছে।
এই ঘটনার প্রতিবাদে বিসিবি নিরাপত্তা শঙ্কার কথা তুলে ধরে ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার ঘোষণা দেয়। এর পাল্টা প্রতিক্রিয়ায় বাংলাদেশ সরকার দেশের মাটিতে আইপিএলের সম্প্রচার স্থগিত করার সিদ্ধান্ত নেয়।
আইসিসি যদি তাদের অবস্থানে অনড় থাকে, তাহলে আগামী ৭ ফেব্রুয়ারি বিশ্বকাপের উদ্বোধনী দিনেই কলকাতার ইডেন গার্ডেন্সে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামতে হবে বাংলাদেশকে। গ্রুপ পর্বে ইতালি ও ইংল্যান্ডের বিপক্ষের ম্যাচগুলোও কলকাতায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, আর নেপালের বিপক্ষে শেষ গ্রুপ ম্যাচটি আয়োজনের কথা মুম্বাইয়ে।