
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে বেগম খালেদা জিয়ার নামে একটি সড়কের নামকরণ করা হয়েছে। হ্যামট্রমিক শহরের কেন্দ্রস্থলে অবস্থিত গুরুত্বপূর্ণ ‘কারপেন্টার স্ট্রিট’ এখন থেকে তার নামেই পরিচিত হবে। শহর কর্তৃপক্ষের এই উদ্যোগকে প্রবাসী বাংলাদেশিরা দেশের ইতিহাস, নেতৃত্ব এবং গণতান্ত্রিক সংগ্রামের প্রতি এক ব্যতিক্রমধর্মী স্বীকৃতি হিসেবে দেখছেন।
নতুন নামকরণের প্রস্তাব সম্প্রতি সিটি কাউন্সিলে অনুমোদিত হয়েছে। এই অংশটি জোসেফ ক্যাম্পাও ও কোনাল্ট স্ট্রিটের মধ্যে অবস্থিত। প্রবাসী বাংলাদেশি চারজন সিটি কাউন্সিল সদস্যের সক্রিয় প্রচেষ্টা ও উদ্যোগের ফলে এটি বাস্তবায়িত হয়েছে। প্রবাসীদের মতে, এটি শুধু সড়কের নাম পরিবর্তন নয়, বরং আন্তর্জাতিকভাবে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস এবং আন্দোলনের প্রতি একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি।
যুক্তরাষ্ট্রে বাংলাদেশের কোনো রাজনৈতিক নেতার নামে সড়কের নামকরণ নতুন ঘটনা নয়। এর আগে শিকাগোতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামে একটি সড়ক নামকরণ করা হয়েছিল। এবার মিশিগানে খালেদা জিয়ার নাম সংযুক্ত হওয়ায় প্রবাসে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের আরেকটি অধ্যায় স্থায়ীভাবে দৃশ্যমান হলো।
স্থানীয় প্রবাসী বাংলাদেশিরা মনে করছেন, এর মাধ্যমে নতুন প্রজন্মের প্রবাসীরা দেশের ইতিহাস ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার অবদান সম্পর্কে আরও সচেতন হবে। এছাড়া, এই নামকরণ প্রবাসী কমিউনিটির রাজনৈতিক প্রভাব ও সক্ষমতার নিদর্শন হিসেবেও দেখা হচ্ছে। হ্যামট্রমিকের বহুসাংস্কৃতিক পরিবেশে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর নামে সড়ক নামকরণ দুই দেশের সামাজিক ও সাংস্কৃতিক সম্পর্ক আরও জোরদার করবে বলেও আশা প্রকাশ করছেন তারা।