
ভারতকে কেন্দ্র করে সাম্প্রতিক রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতির প্রেক্ষাপটে আন্তর্জাতিক ক্রিকেটে গুরুত্বপূর্ণ অবস্থান নিতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই বিষয়ে রোববার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)-এর কাছে একটি আনুষ্ঠানিক চিঠি পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বোর্ড।
আগামী মাসেই শুরু হতে যাচ্ছে টি–টোয়েন্টি বিশ্বকাপ, যার যৌথ আয়োজক ভারত ও শ্রীলঙ্কা। নির্ধারিত সূচি অনুযায়ী বাংলাদেশের গ্রুপ পর্বের চারটি ম্যাচের মধ্যে তিনটি হওয়ার কথা কলকাতায় এবং একটি মুম্বাইয়ে। তবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনার পর দুই দেশের মধ্যকার রাজনৈতিক ও নিরাপত্তা ইস্যু নতুন করে আলোচনায় উঠে এসেছে।
এই প্রেক্ষাপটে শনিবার রাতে অনুষ্ঠিত বিসিবির বোর্ড সভায় উপস্থিত ১৭ জন পরিচালক সর্বসম্মতিক্রমে আইসিসিকে চিঠি পাঠানোর সিদ্ধান্ত নেন। বিসিবি সূত্র জানিয়েছে, চিঠিটি মূলত আইসিসির নিরাপত্তা ইউনিটের কাছে পাঠানো হবে।
চিঠিতে প্রথমেই বিশ্বকাপ চলাকালে বাংলাদেশ দলের খেলোয়াড়দের সার্বিক নিরাপত্তা কীভাবে নিশ্চিত করা হবে সে বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা চাওয়া হবে।
দ্বিতীয়ত, মুস্তাফিজুর রহমানকে ঘিরে সাম্প্রতিক ঘটনার পেছনের কারণ কী এবং ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি এড়াতে কী ধরনের ব্যবস্থা নেওয়া হবে সে বিষয়েও আইসিসির স্পষ্ট অবস্থান জানতে চাইবে বিসিবি।
তৃতীয়ত, খেলোয়াড়দের পাশাপাশি দলের সঙ্গে থাকা বোর্ড কর্মকর্তা, টিম ম্যানেজমেন্টের সদস্য, এমনকি দর্শক ও গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা নিয়েও আইসিসির পরিকল্পনা ও দায়বদ্ধতা জানতে চাওয়া হবে।
বিসিবির এক শীর্ষ পরিচালক বিষয়টি নিশ্চিত করে বলেন, বর্তমান বাস্তবতায় নিরাপত্তা ইস্যুই বোর্ডের সর্বোচ্চ অগ্রাধিকার। এ বিষয়ে সব পক্ষের জন্য সুস্পষ্ট নিশ্চয়তা না মিললে ভবিষ্যৎ সিদ্ধান্তে তার প্রভাব পড়তে পারে বলেও ইঙ্গিত দেন তিনি।
সংশ্লিষ্টদের মতে, আইসিসিকে পাঠানো এই চিঠি কেবল মুস্তাফিজ ইস্যুতে সীমাবদ্ধ নয়; বরং ভারতের মাটিতে বাংলাদেশের বিশ্বকাপ অংশগ্রহণ এবং দুই দেশের ক্রিকেট সম্পর্কের ভবিষ্যৎ দিকনির্দেশনাতেও তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।