
বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাস প্রথমবারের মতো জায়গা করে নিচ্ছে মাধ্যমিক স্তরের পাঠ্যবইয়ে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) নতুন শিক্ষাবর্ষে প্রকাশিত বইয়ে অন্তর্ভুক্ত করেছে বহুল আলোচিত ‘২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান’ অধ্যায়।
নতুন পাঠ্যবইগুলোতে ২০২৪ সালের কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে তার ধারাবাহিকতায় গড়ে ওঠা জুলাই গণঅভ্যুত্থানের পটভূমি তুলে ধরা হয়েছে। একই সঙ্গে আন্দোলন দমনে আইনশৃঙ্খলা বাহিনীর হেলিকপ্টার থেকে গুলি চালানোর অভিযোগ, ছাত্রলীগ ও যুবলীগের দমনমূলক ভূমিকা এবং সাবেক ফ্যাসিস্ট সরকারপ্রধান শেখ হাসিনার পতনসহ সেই সময়ের গুরুত্বপূর্ণ ঘটনাবলিও পাঠ্যসূচিতে যুক্ত করা হয়েছে।
নবম ও দশম শ্রেণির পাঠ্যবইয়ে আন্দোলনকালীন রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি, ঢাকার রাজপথে জনতার প্রতিরোধ, কারফিউ অমান্য করে চলা প্রতিবাদ এবং শহীদদের সাহসী ভূমিকার বিবরণ দেওয়া হয়েছে। পাশাপাশি ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির ইতিহাসের বইয়ে আন্দোলনের সূচনা, বিকাশ ও ধারাবাহিক ঘটনাপ্রবাহ তুলে ধরা হয়েছে।
এ ছাড়া শিক্ষার্থীদের ইতিহাস সম্পর্কে সমন্বিত ধারণা দিতে পাঠ্যবইয়ে পুনরায় যুক্ত করা হয়েছে মেজর জিয়াউর রহমানের স্বাধীনতা ঘোষণা এবং ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ সংক্রান্ত তথ্য।
জুলাই আন্দোলনে অংশ নেওয়া অনেকে এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন। তাদের মতে, পাঠ্যবইয়ে এসব অধ্যায় অন্তর্ভুক্ত হওয়ায় নতুন প্রজন্ম দেশের প্রকৃত ইতিহাস জানতে পারবে, স্বৈরশাসন ও রাষ্ট্রীয় দমন-পীড়নের বাস্তবতা উপলব্ধি করবে এবং শহীদদের আত্মত্যাগের মূল্য বুঝতে শিখবে।