ইরানে বসবাসরত বাংলাদেশিদের জন্য হটলাইন চালু


ইরানে বসবাসরত বাংলাদেশিদের জন্য হটলাইন চালু

ইসরায়েলের সঙ্গে ভয়াবহ সংঘাতময় পরিস্থিতিতে ইরানে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের জন্য হটলাইন চালু করেছে তেহরান দূতাবাস। 

রোববার (১৫ জুন) সংশ্লিষ্ট দূতাবাস থেকে প্রকাশিত এক বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞ‌প্তিতে বলা হয়েছে, ইরানে বসবাসরত সব বাংলাদেশি নাগরিকের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বর্তমান উদ্ভূত পরিস্থিতিতে জরুরি প্রয়োজনে যোগাযোগের জন্য দূতাবাস ইমার্জেন্সি হটলাইন স্থাপন করেছে। 

দেশটিতে বসবাসরত সব বাংলাদেশি নাগরিকদের নিম্নোক্ত মোবাইলফোন নম্বরগুলোতে হোয়াটসঅ্যাপসহ সরাসরি যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।
+ ৯৮৯৯০৮৫৭৭৩৬৮ ও +৯৮৯১২২০৬৫৭৪৫

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×