
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সবাইকে এমন একটি বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়েছেন, যেখানে প্রত্যেক মানুষ নিজের আত্মমর্যাদা নিয়ে বাঁচতে পারবে।
শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুর ১২টায় বগুড়া শহরের একটি হোটেলে সিএসএফ গ্লোবালের উদ্যোগে বিশেষ চাহিদাসম্পন্ন শিশু-কিশোরদের মধ্যে হুইলচেয়ার বিতরণ অনুষ্ঠানে তিনি এই বার্তা দেন। অনুষ্ঠানের আয়োজন করেছিলেন তারেক রহমানের সহধর্মিণী ডা. জোবাইদা রহমান।
প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, "আসুন আমরা সকলে মিলে এমন একটি বাংলাদেশ গড়ার চেষ্টা করি, যে বাংলাদেশে কমবেশি প্রত্যেকটা মানুষের একটা মর্যাদা তৈরি হবে এবং আত্মমর্যাদা নিয়ে প্রত্যেকে বেঁচে থাকতে পারবে।"
তিনি বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের প্রতি সমাজের দায়িত্ব স্মরণ করিয়ে দিয়ে বলেন, "তাদের অনেকের মধ্যে এমন অনেক গুণ আছে, যা আমাদের অনেকের নেই। সামাজিক, রাজনৈতিক বা রাষ্ট্রীয় সকল অবস্থান থেকে যদি আমরা এই মানুষগুলোর পাশে দাঁড়াই, তবে আমি বিশ্বাস করি বাংলাদেশ অনেক প্রতিভাবান মানুষ বের করে আনতে পারবে।"
বিএনপি চেয়ারম্যান আরও বলেন, "তাদের জন্য খুব বেশি কিছু করার প্রয়োজন নেই; শুধু একটু সুযোগ করে দেওয়া, যাতে তারা আর দশজনের মতো স্বাভাবিক চলাফেরা করতে পারে এবং নিজেদের বিকশিত করতে পারে। কারণ, তারা আমাদের বাইরের কেউ নয়, তারা আমাদেরই অংশ। আমাদের প্রত্যেকের পরিবারের মধ্যেই হয়তো এমন কেউ না কেউ আছে।"
তারেক রহমান উপস্থিত সবাইকে আহ্বান জানান, "আসুন আজকের এই দিনে আমরা একটি শপথ নিই, আমাদের যার যার অবস্থান থেকে যতটুকু সম্ভব প্রতিবন্ধী ও বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের পাশে দাঁড়াব এবং তাদের সহযোগিতা করব।"
উল্লেখযোগ্যভাবে, অনুষ্ঠানে প্রথমবারের মতো বগুড়ায় বক্তব্য রাখেন ডা. জোবাইদা রহমান। তিনি আগামীর বাংলাদেশ গঠনের জন্য সুনির্দিষ্ট পরিকল্পনার কথা তুলে ধরেন এবং দেশের উন্নয়ন ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় বিএনপির প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
এদিন অনুষ্ঠানে বিশেষ চাহিদাসম্পন্ন ১০ জন শিশুকে হুইলচেয়ার উপহার হিসেবে দেওয়া হয়। তারেক রহমান নিজে শিশুদের সঙ্গে কথা বলেন, তাদের খোঁজখবর নেন এবং শিশুদের পরিবেশনায় গান উপভোগ করেন। অনুষ্ঠানের পরিবেশ ছিল আবেগঘন ও প্রাণবন্ত।