
সুনামগঞ্জ-২ আসনের জামায়াতে ইসলামি মনোনীত প্রার্থী মোহাম্মদ শিশির মনির শুক্রবার বলেছেন, দেশের বিভিন্ন স্থানে নির্বাচনী সহিংসতার ঘটনা বন্ধ করা এখন সময়ের দাবি। তিনি মনে করেন, এই বিষয়টি মোকাবিলায় রাজনৈতিক দলগুলোর সমন্বিত আলোচনা এবং নির্বাচন কমিশনের সক্রিয় পদক্ষেপ জরুরি।
নিজ নির্বাচনি এলাকায় প্রচার গাড়িতে হামলার ঘটনার প্রতিক্রিয়ায় শিশির মনির বলেন, "সারাদেশে নির্বাচনের প্রচারের ক্ষেত্রে যে ঘটনাগুলো ঘটছে তা অনাঙ্ক্ষিত। যা কোনোভাবে সাপোর্ট করি না। এই ধরনের কর্মকান্ড থেকে বিরত রাখার জন্য সর্বক্ষেত্রে প্রয়োজন রাজনৈতিক দলগুলোর শক্ত অবস্থান।"
তিনি আরও বলেন, "৫ আগস্টের পরে রাজনীতিতে যদি নতুনত্ব না থাকে তাহলে সেই পুরোনো কালচার আবার ফিরে আসবে। গতকালকে আমার নির্বাচনি এলাকায় যা ঘটেছে কিংবা সারাদেশ জুড়ে যা ঘটছে এ সব ঘটনার ইতি টানা দরকার।"
উল্লেখ্য, বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় সুনামগঞ্জের দিরাই উপজেলার কাদিরপুর এলাকায় জামায়াতে ইসলামী প্রার্থী শিশির মনিরের প্রচার গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এতে দুজন আহত হন।