
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসন থেকে আমার বাংলাদেশ (এবি) পার্টির সাংসদ প্রার্থী ব্যারিস্টার মোহাম্মদ আসাদুজ্জামান ভূঁইয়া ফুয়াদ তার নির্বাচনী ব্যয় পূরণের জন্য জনসাধারণের অর্থ সহায়তা চেয়েছেন।
রোববার (৪ জানুয়ারি) রাত ১০:৩০ টার দিকে তিনি নিজের ফেসবুক আইডিতে একটি ভিডিও বার্তা প্রকাশ করেন।
তার মনোনয়নপত্র ইতোমধ্যে বরিশাল জেলা রিটার্নিং কর্মকর্তা বৈধ ঘোষণা করেছেন। নির্বাচনের আগে ব্যারিস্টার ফুয়াদ কর্মী ও সমর্থকদের নিয়ে নির্বাচনী এলাকায় ব্যাপক গণসংযোগও করেন।
ভিডিও বার্তায় তিনি বলেন, “বাবুগঞ্জ ও মুলাদীর প্রত্যন্ত অঞ্চলে নির্বাচনী প্রচারণা পরিচালনা করা ব্যয়বহুল এবং চ্যালেঞ্জিং। জনসংযোগ, যাতায়াত ও প্রচার কার্যক্রম চালিয়ে নিতে সাধারণ মানুষের সহযোগিতা প্রয়োজন।” তিনি আরও জানান, “নির্বাচন পরিচালনার জন্য অর্থ দরকার, কিন্তু আমার সে পরিমাণ অর্থ নেই, আয়ও নেই।”
ফুয়াদ উল্লেখ করেন, ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের পর জুলাই সনদের ভিত্তিতে একটি নতুন বাংলাদেশ গড়ার সংগ্রাম এখনও চলমান। শহীদদের রেখে যাওয়া এই আমানত বাস্তবায়নের জন্য তিনি সবাইকে ইনসাফ ও আজাদির পথে একসাথে এগিয়ে আসার আহ্বান জানান।
ভিডিওতে তিনি জনসাধারণের সহযোগিতার জন্য বিকাশ, নগদ নম্বর এবং ব্যাংক হিসাবের তথ্যও প্রকাশ করেন, যাতে যারা ইচ্ছুক তারা অর্থ দিয়ে নির্বাচনী প্রচারণায় সহায়তা করতে পারেন।
মুলাদীর চরকালেখান নোমরহাট এলাকার বাসিন্দা নাইমুল হোসেন বলেন, “অনেক রাজনীতিক অল্প সময়ে বিপুল সম্পদের মালিক হলেও নিজের সীমাবদ্ধতা প্রকাশ করে ব্যারিস্টার ফুয়াদ সততার দৃষ্টান্ত স্থাপন করেছেন। সাধারণ মানুষের সহায়তায় নির্বাচিত হলে তিনি জনগণের প্রতি আরও দায়বদ্ধ থাকবেন।”